কোমায় আচ্ছন্ন প্রণব, তবে রক্ত সঞ্চালন স্বাভাবিক

ফুসফুস ও কিডনির সমস্যা থাকলেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রয়েছে। শুক্রবার দিল্লির সেনা হাসপাতালের তরফে এই খবর জানানো হয়। হাসপাতালের বুলেটিনে বলা হয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। ফুসফুসে সংক্রমণ এবং কিডনির সমস্যার চিকিৎসা চলছে তাঁর। এখনও গভীর কোমায় রয়েছেন তিনি। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তাঁর শরীরে রক্ত সঞ্চালন স্থিতিশীল। গত ৯ অগস্ট বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রাক্তন রাষ্ট্রপতি। সেনা হাসপাতালে ভর্তির পর মাথায় অস্ত্রোপচার হয় তাঁর। পরীক্ষায় কোভিড সংক্রমণও ধরা পড়ে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।

আরও পড়ুন- শশী থারুর দলের অতিথি শিল্পী, বেনজির তোপ লোকসভার কং সাংসদ সুরেশের

 

Previous articleশশী থারুর দলের অতিথি শিল্পী, বেনজির তোপ লোকসভার কং সাংসদ সুরেশের
Next article‘বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে চলে পতিতাবৃত্তি’, অভিযোগ অগ্নিমিত্রার