Saturday, November 8, 2025

আত্মনির্ভরতার লক্ষ্যে রেল চালু করল ‘রুপে প্ল্যাটফর্ম’ ক্রেডিটকার্ড

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ বাস্তবায়নের পথে একধাপ এগলো ভারতীয় রেল। কেন্দ্রীয় রেল ও শিল্প-বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের উদ্যোগে ভারতীয় রেলে চালু হল ক্রেডিটকার্ড ।
আইআরসিটিসি এবং এসবিআই যৌথভাবে ‘রুপে প্ল্যাটফর্ম’ নামে যোগাযোগহীন ক্রেডিট কার্ড চালু করেছে।গ্রাহকদের নিরাপদ লেনদেনের পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই রুপে ক্রেডিট কার্ডটি তৈরি করা হয়েছে। এখানে নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি-এর মতো উন্নত প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। এই কার্ড ব্যবহারকারীরা পিওএস মেশিনে শুধুমাত্র কার্ড ট্যাপ করে লেনদেন করতে পারবেন। এরজন্য মেশিনে কার্ড সোয়াইপ করার প্রয়োজন হবেনা।
রেলের নিত্যযাত্রীদের এই কার্ড বিশেষ উপকারে আসবে। এই ক্রেডিট কার্ডে যথেষ্ট সুযোগ-সুবিধারও ব্যবস্থা রয়েছে। একইসঙ্গে রেল যাত্রার সময় যাত্রীদের লেনদেনের খুচরো সমস্যার সমাধান হবে এবং ভাড়ার ক্ষেত্রেও ছাড় মিলবে। এই কার্ডধারীরা আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী এবং এক্সিকিউটিভ বাতানুকুল চেয়ারকার বুকিং-এর ক্ষেত্রে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এমনকি কার্ড ব্যবহারকারীরা অনলাইন লেনদেনে ক্ষেত্রেও ট্রেন ভাড়ার ক্ষেত্রে ছাড় পাবেন। এক বছরে রেল স্টেশনে চারটি প্রিমিয়াম লাউঞ্জের সুবিধা বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। ন্যূনতম খরচ করে এই কার্ড চালু করলে ৩৫০ বোনাস পয়েন্ট পুরস্কার হিসেবে পাবেন। এই বোনাস পয়েন্টগুলি আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটার সময় ব্যবহার করতে পারবেন। এতে যাত্রীদের রেল ভ্রমণের খরচের যেমন সাশ্রয় হবে তেমনই এই আইআরসিটিসি ও এসবিআই কার্ড ব্যবহার করে অনলাইনে কেনাকাটাতেও  বেশকিছু সুবিধা মিলবে। ই-বাণিজ্য সাইটে কেনাকাটার সময় গ্রাহকরা ছাড় পাবেন।
রেল জানিয়েছে, এই নতুন ক্রেডিট কার্ড চালু করার উদ্দেশ্যই হল ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের বিষয়ে  প্রচার চালানো। ভারতীয় রেল যাত্রীদের নিরাপদ, সুবিধাজনক এবং উন্নতমানের ভ্রমণ পরিষেবা দিতে বদ্ধপরিকর।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...