১ সেপ্টেম্বরের পুলিশ দিবসে ফুল-কেক-মিষ্টি নিয়ে থানায় থানায় যাবেন রাজ্যের মন্ত্রীরা

পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করবে রাজ্য সরকার৷ এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুলিশ বাহিনীর উদ্দেশে ওইদিনটিকে উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী। ওইদিন নবান্ন সভাঘরে পুলিশ বাহিনীকে সংবর্ধিত করবেন মুখ্যমন্ত্রী৷ কোভিড যুদ্ধে বাহিনীর অবদানের জন্যই বিশেষ স্বীকৃতি দেবে রাজ্য সরকার৷ ।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশেই ওইদিনই স্থানীয় থানায় থানায় যাবেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা৷ জানা গিয়েছে, ১ তারিখ বেলা ১১টা নাগাদ বড় মাপের কেক নিয়ে গড়িয়াহাট থানায় যাবেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ নামী এক কেক প্রস্তুতকারক সংস্থা ৩ x ৩ ফুটের ওই কেক তৈরি করছে৷ ঠাকুরপুকুর, বেহালা এবং সরশুনা থানায় মিষ্টির প্যাকেট নিয়ে যাবেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ওইদিন সকালে কলকাতা পুরসভা স্বীকৃতি জানাবে নিউ মার্কেট থানার পুলিশ বাহিনীকে৷ থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম৷

আরও পড়ুন- সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নবান্ন অভিযানের ডাক বিজেপি যুব মোর্চা’র