Sunday, November 9, 2025

পরীক্ষা কাল থেকে, শীর্ষ আদালতে JEE- NEET-এর ভবিষ্যৎ স্থির হতে পারে আজ

Date:

Share post:

JEE-NEET-এর ভবিষ্যৎ কী,দেশের শীর্ষ আদালতে তা স্থির হতে পারে আজ, সোমবার৷
একদিকে, পরীক্ষার্থী, তাদের অভিভাবক তথা পরীক্ষা গ্রহণের সঙ্গে যুক্তদের সংক্রমণের আশঙ্কায় দুশ্চিন্তা, অন্যদিকে সুষ্ঠুভাবে ওই পরীক্ষা শুরু করতে কেন্দ্রের মরিয়া ভাব। আর এই দুই রাজার লড়াইয়ে প্রাণ যাচ্ছে পরীক্ষার্থীদের।
হাজারো বিতর্ক মাথায় নিয়ে ঘোষিত নির্ঘন্ট অনুসারে আগামীকাল, ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা JEE (Main) পরীক্ষা। ৬ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। ইচ্ছুক পরীক্ষার্থীদের ফিনিশিং- টাচ পর্ব চলছে৷ তার মাঝেই লাখ টাকার প্রশ্ন,
পরীক্ষা কি আদৌ হবে?
সুপ্রিম কোর্ট সূত্রের খবর,

মহামারি আবহে পরীক্ষা স্থগিতের আর্জি জানিয়ে পশ্চিমবঙ্গ-সহ ৬ টি অ-বিজেপি সরকার নিয়ন্ত্রিত রাজ্য শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছে৷ এই পিটিশনের দ্রুত শুনানির জন্য আজ, সোমবার শীর্ষ আদালতে আবেদন করা হবে। আজই সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা প্রবল৷ এর কারণ মোটামুটি দু’টি,

প্রথমত, আগামীকাল মঙ্গলবার থেকেই JEE শুরু। সুতরাং আজই সিদ্ধান্ত না হলে ওই পিটিশন মূল্যহীন৷

দ্বিতীয়ত, আগামী ২ সেপ্টেম্বর অবসর নেবেন বিচারপতি অরুণ মিশ্র। তাঁর নেতৃত্বাধীন ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, পরীক্ষা নিতে হবে। সাধারণত, যে বেঞ্চ মূল মামলার রায় ঘোষণা করে, সেই বেঞ্চেই রিভিউ পিটিশনের শুনানি হয়। সুতরাং ধরে নেওয়াই যায়, এই দু’কারনেই ওই রিভিউ পিটিশনের শুনানি আজই হতে পারে৷
ইতিমধ্যেই ২ বার JEE- NEET পরীক্ষা পিছিয়েছে। প্রথমে এপ্রিল এবং তারপর জুলাই মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা NTA-র ডিজি বিনীত যোশি বলেছেন,

◾পরীক্ষাকেন্দ্রের সংখ্যা এবং শিফট বাড়ানো হয়েছে।

◾গতবার ৫৭০টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিলে। এবার করা হয়েছে ৬৬০টি কেন্দ্র।

◾শিফট ৮ থেকে বাড়িয়ে ১২টি করা হয়েছে।

◾আগে পরীক্ষাকেন্দ্রের প্রতিটি কক্ষে ২৪ জন বসতেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে এবার ১২ জন করে বসবেন।

◾প্রতিটি শিফটে পরীক্ষার মধ্যে অন্তর থাকবে আধ ঘণ্টার।

◾ওই সময়ে পরীক্ষাকেন্দ্র স্যানিটাইজ করা হবে।

ওদিকে, কংগ্রেসের অভিষেক মনু সিংভি এই মামলায় রাজ্যগুলির হয়ে সওয়াল করবেন। সিংভি বলেছেন, পরীক্ষার্থীদের দ্রুত অ্যাডমিট কার্ড ডাউনলোড করার হার দেখে কেন্দ্র যে আগ্রহের তত্ত্ব দিচ্ছেন, তা মোটেই গ্রহণযোগ্য নয়। পরীক্ষাকেন্দ্রে গিয়ে যদি কেউ সংক্রামিত হন, তার দায় কি কেন্দ্র নেবে?

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...