মুকুলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক! ব্লক সভাপতিকে ডেকে পাঠালেন কেষ্ট

মুকুলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক! ব্লক সভাপতিকে ডেকে পাঠালেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। সূত্র মারফৎ জানা যাচ্ছে, নলহাটি ২ নম্বর তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারীকে কারণ দর্শানোর কথা বলা হবে। জানতে চাওয়া হবে, যাঁকে নিয়ে এতো বিতর্ক তাঁর সঙ্গে বন্ধ ঘরে কীসের বৈঠক? “সৌজন্য” সাক্ষাতের জন্য তো আর বন্ধ ঘরের প্রয়োজন পড়ে না!

উল্লেখ্য, গতকাল রবিবার আচমকাই নলহাটি ২ নম্বর ব্লক সভাপতি বিভাস অধিকারির অনুকূল ঠাকুরের আশ্রমে আসেন বিজেপি নেতা মুকুল রায়। এরপর সেখানেই একটি বন্ধ ঘরে বেশ কিছুক্ষণ বৈঠক করেন মুকুল রায় ও বিভাস অধিকারী। যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। আর তারই জেরে আগামীকাল, মঙ্গলবার বিভাস অধিকারিকে ডেকে পাঠালেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন : দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, ভারী বৃষ্টি উত্তরবঙ্গে