Wednesday, August 27, 2025

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে গোটা দেশের সঙ্গে কাঁদছেন শচীন-কোহলিরা

Date:

Share post:

প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে কাঁদছে গোটা দেশ। সকলের মতোই গভীর শোকপ্রকাশ করেছেন দেশের তারকা ক্রীড়াবিদরা। দেশের আরেক ভারতরত্ন কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকার বিরাট কোহলি থেকে শুরু করে আরও অনেকে।

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়ে টুইট করেছেন শচীন। তিনি লিখেছেন, “প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির চলে যাওয়ায় গভীরভাবে শোকাহত আমি। কয়েক দশক তিনি ভারতকে নিবিড় আন্তরিকতার সঙ্গে সেবা করে গেছেন। তাঁর পরিবার ও কাছের মানুষদের জন্য সমবেদনা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি লিখেছেন, “জাতি এক প্রতিভাবান নেতাকে হারিয়েছে। প্রণব মুখার্জির মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।”

জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর লিখেছেন, “প্রণব মুখার্জির অন্তর্ধানে আমি গভীরভাবে শোকাহত। সবার ভালোবাসা ও শ্রদ্ধা পাওয়া নেতাদের দলে ছিলেন তিনি। ঈশ্বর তাঁর পরিবারকে এই শোক বহন করার শক্তি দিন। দেশের জন্য তাঁর অবদান দেশবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

প্রণববাবুর প্রয়াণে অনিল কুম্বলের টুইট, “প্রণব মুখার্জির মৃত্যুতে অন্তরের অন্তস্তল থেকে শোক জানাচ্ছি। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তিতে রাখুন।”

অজিঙ্কা রাহানে লিখেছেন, “প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মৃত্যুর খবরে আমি শোকাহত। তাঁর পরিবারের সদস্যদের জন্য সমবেদনা জানাই। তিনি ওপারে চিরশান্তিতে থাকুন।”

দেশসেবক প্রণব মুখোপাধ্যায় ছিলেন বাংলার সন্তান। তাঁর মৃত্যুর শোক ছুঁয়ে গেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকেও। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এক শোক বার্তায় লিখেছেন, “প্রণব মুখার্জি একজন ক্রীড়াপ্রেমীও ছিলেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রী থাকার সময়ে সিএবি তাঁর অনেক সমর্থন পেয়েছে। তাঁর চলে যাওয়ায় সিএবি সদস্যদের হৃদয় ভেঙে গেছে।”

প্রাক্তন ওপেনার বীরেন্দ সেহবাগ টুইট করেছেন, “ওপারে শান্তিতে থাকবেন।” এ ছাড়া প্রণব মুখোপাধ্যায়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন পেসার ইশান্ত শর্মাও।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...