প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিতে জঙ্গিপুরের বাড়িতে তৈরি হচ্ছে লাইব্রেরি-মিউজিয়াম  

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিতে লাইব্রেরি-মিউজিয়াম তৈরি হতে চলেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে। এক সময়কার তাঁর সংসদীয় এলাকা জঙ্গিপুরে প্রণববাবুর বাড়িতেই সেই লাইব্রেরি-মিউজিয়াম তৈরির পরিকল্পনা করেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

অভিজিৎবাবু জানিয়েছে, নিজের উদ্যোগেই তিনি এই লাইব্রেরি-মিউজিয়াম বানাবেন। যাতে আগামী প্রজন্ম দেশের প্রবাদপ্রতিম রাজনৈতিক ব্যক্তিত্ব তথা প্রথম বাঙালি রাষ্ট্রপতি সম্পর্কে জানতে পারে।

প্রসঙ্গত, তাঁর লোকসভা কেন্দ্র জঙ্গিপুরে এই বাড়িটি তৈরি করেছিলেন প্রণববাবু নিজেই। প্রণববাবুর কোনও দিন ওই বাড়িতে থাকা হয়নি। কারণ, ততদিনে তিনি রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রপতি ভবন অর্থাৎ রাইসিনা হিল-এ চলে গেছিলেন।

এ প্রসঙ্গে প্রণব–পুত্র বলেছেন, “আমি বাবার ব্যক্তিগত জিনিসপত্র, বিশেষ করে তাঁর সংগ্রহে থাকা বিশাল সংখ্যক বই, উপহারসামগ্রী এনে ওই মিউজিয়ামে রাখব।”