রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১ লক্ষ ৭০ হাজার

সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও করোনার দাপট অব্যাহত। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,৯৮৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৭১ হাজার ৬৮১ জন। এই ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে মারণ ভাইরাসের বলি হয়েছেন আরও ৫৫ জন করোনা রোগী। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৩৯৪। আজ, বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২৪,০৩৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,৩৩৫ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১,৪৪,২৪৮ জন।

আরও পড়ুন- ফিরে এলো ঐশীর স্মৃতি, JNU-তে ফের ABVP-এর বিরুদ্ধে ছাত্র নিগ্রহের অভিযোগ