পাবজি হারিয়ে ‘রবি স্মরণ’ চিনের

ডিজিটাল ইন্ডিয়ায় তরুণ প্রজন্মের পছন্দ চিনা পাবজি। এদেশে পাবজি গেমের জনপ্রিয়তায়ভালোই আয় হচ্ছিল চিনের। সম্প্রতি ভারত পাবজি-সব বহু চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে। ব্যবসায় জোর ধাক্কা খেয়েএবার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ নিলেন চিনারা।

শত্রুপক্ষকে নিকেষ করে, বেঁচে থাকার এই গেমে তরুণ প্রজন্ম কার্যত ডুবে ছিল।তার জেরেই মোটা টাকা লাভ করা চিনের ব্যবসায়ী মহল বড় ধাক্কা খেয়ে এবার নাম করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চেনিং বলেন, “ভারতের কবি রবীন্দ্রনাথ ঠাকুর চিনে সমাদৃত।এখানে কবির কবিতা লোকে পড়নে। আমরা কখনও ভাবছি না সেটা চিনের সংস্কৃতিকে আঘাত হানবে। তাহলে পাবজি নিয়ে কিসের ভয়”? চিনের বাণিজ্য মন্ত্রক ভারতের অ্যাপ বন্ধের সিদ্ধান্তকে ভুল বলেই দাবি করছে। তবে চিনের এই মুখ খোলায় একপ্রকার স্পষ্ট ভারতে তাদের একের পর এক ব্যবসা, বাণিজ্য ধাক্কা খাওয়ায় তারা চিন্তায়।

আরও পড়ুন : শান্তির জন্য দরকার বিশ্বাসের সম্পর্ক, চিনকে বার্তা রাজনাথের

পূর্ব লাদাখে চিনা লাল ফৌজের রক্তচক্ষু। কথা দিয়ে কথা না রাখা। ভারতীয় ভূ-খণ্ডে চিনের বাহিনীর তৎপরতা দেখেই ভারতও পালটা তাদের অর্থনৈতিকভাবে চাপে রাখার চেষ্টা করছে। ভারতে চিনের ব্যবসার বাজার শুধু ভালোই নয়, অত্যন্ত ভালো। চিনের অসংখ্য অ্যাপ ভারতে জনপ্রিয়। তবে চিনের কার্যকলাপে রুষ্ট হয়ে ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক গত কয়েক মাসে একাধিক অ্যাপ বাতিল করেছে। চিনের অ্যাপ থেকে কৌশলে ভারতীয়দের গোপন তথ্য পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাছাড়া, চিন যেভাবে আগ্রাসী মনোভাব নিয়ে পূর্ব লাদাখে উত্তেজনা বাড়াচ্ছে তাতে বাণিজ্যিকভাবেও তাদেরকে শায়েস্তা করতে চাইছে ভারত।প্রকারান্তরে বুঝিয়ে দেওয়া হচ্ছে, ভারতের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করলে ফল ভুগতে হবে তাদেরও।

আর রবীন্দ্রনাথের প্রসঙ্গ তোলা হলেও, তথ্য বলছে ১৯২৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন চিনে যান তখন বামপন্থী যুব সমাজ তাঁকে সাদরে গ্রহণ করেনি। বিক্ষোভ হয়েছিল। তাঁর কবিতায় বাস্তবের চেয়ে রোম্যান্টিসিজম বেশি, যা যুব সমাজকে দুর্বল করবে বলে অভিযোগ উঠেছিল।তবে সে সমস্ত নিয়ে ভাবতে রাজি নয় ভারত। তারা চায় সুর নরম করুক চিন। আর ইতিমধ্যেই পাবজি-আসক্ত যুব প্রজন্মকে নতুন খেলার স্বাদ দিতে ফউজি গেম আসছে ভারতে।অক্ষয় কুমার এ নিয়ে টুইটও করেছেন।