Friday, December 26, 2025

বিস্ফোরক দিলীপ, মেরে পিঠের চামড়া তুলে দেওয়ার হুমকি তৃণমূল কর্মীদের!

Date:

Share post:

আবার বিস্ফোরক দিলীপ ঘোষ। এবার সরাসরি মারের বদলা মারের হুমকি। বললেন, সব পুলিশকে আমরা এক বছর পর বুঝে নেব। যারা বিজেপি কর্মীদের মারধর করছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, ক্ষমতায় আসার পর তাদের পিঠের চামড়া তুলে নেব। দিলীপের এই কথায় নিশ্চিতভাবেই রাজ্য রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। তৃণমূল বলছে এসব কথায়, শিক্ষার অভাবই ধরা পড়ে।

আরও পড়ুন :  এবার ত্রাণ তহবিলের ১০ কোটির কেলেঙ্কারি, তদন্তের মুখে অর্জুন

রবিবার সকালে ‘চায়ে পে চর্চা’য় বিজেপি রাজ্য সভাপতি এসেছিলেন উত্তর ২৪ পরগনার পরগনার ঘোলা এবং খড়দায়। অভিযোগ এই দুই জায়গায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে। বাড়ি-ঘর তছনছ করা হয়েছে। এবং মারধর করে কর্মীদের হাসপাতালে পাঠানো হয়েছে। সমস্ত ঘটনায় ক্ষোভে ফুঁসছেন দিলীপ। তিনি বলেন, আমরা সব হিসাব রাখছি। পুলিশ নেতাদের চামচাগিরি করছে। এক বছর পর পুলিশকে দেখে নেব। আর যে সব নেতা পুলিশের সাহায্য নিয়ে বিজেপি কর্মীদের মারছে, খুন করছে, তাদের মেরে পিঠের চামড়া তুলে দেবে বিজেপি কর্মীরা। দিলীপের অভিযোগ অনৈতিক উপায় বহু নেতা উপার্জন করে অন্য রাজ্যে বহু অর্থ খরচ করে সন্তানদের পড়াচ্ছে। এদের কারোর পড়া শেষ হবে না। কারণ, এই অর্থ গরিব মানুষকে শোষণ করার অর্থ। বিজেপি স্লোগান দিয়েছিল ঊনিশে হাফ, একুশে সাফ, সেই স্লোগান স্বার্থক হবে, মানুষই পথ দেখাবেন, দাবি দিলীপের।

এদিনের পথসভায় আরও বলেন গণতন্ত্রকে কিভাবে হত্যা করতে হয় তা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার মানুষ ক্ষোভে ফুঁসছেন ব্যালটবক্সে জবাব দেবেন পাল্টা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন এসব কথার মধ্যেই বোঝা যায় শিক্ষার অভাব পুলিশ পুলিশের কাজ করছে মানুষ ওদের সঙ্গে নেই বলে হতাশায় এসমস্ত কথা বলছে আমি বলব দিলীপবাবুর ঠিকঠাক চিকিৎসা করা হোক।

একুশের ভোটকে সামনে রেখে শাসকদল এবং বিজেপির মধ্যে লড়াইয়ের পরিবেশ ক্রমশ উত্তপ্ত হচ্ছে। একদিকে যেমন বিবৃতি এবং উস্কানির ছোঁওয়া রয়েছে, অন্যদিকে তেমনি রাজ্যকে স্বাভাবিক রেখে উন্নয়ন এবং কোভিড পরিস্থিতি মোকাবিলার চ্যালেঞ্জ রয়েছে। যতদিন যাবে পরিবেশ যে ক্রমশ উত্তপ্ত হবে, তা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক মহল মনে করছে একুশের ভোটযুদ্ধ কোভিড পরিস্থিতির পরে ব্যতিক্রমী ভোটযুদ্ধ হতে চলেছে।

আরও পড়ুন : NEET পরীক্ষার্থীদের স্বার্থে ১১-১২ সেপ্টেম্বর লকডাউন তুলে নেওয়ার আর্জি

 

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...