Thursday, August 21, 2025

গত দু’বছরে রাজ্যে আত্মঘাতী হননি একজন কৃষকও, রিপোর্ট প্রকাশ এনসিআরবি-র

Date:

Share post:

দেশজুড়ে বেড়েছে কৃষক আত্মহত্যার ঘটনা। সামনের সারিতে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি। কিন্তু গত দু’বছরে এই বাংলার একজন কৃষকও আত্মহত্যার পথ বেছে নেননি। অর্থাৎ গত দু’বছরে বাংলায় কৃষক আত্মহত্যার সংখ্যা শূন্য। এনসিআরবি রিপোর্ট বলছে তেমন কথাই। কৃষকদের স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গ তা স্বীকার করে নিচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো।

বাংলার বুকে কৃষকদের মর্যাদা রক্ষার লড়াই বহু বছর আগেই শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিলেন, বাংলাকে কৃষকদের স্বর্গরাজ্য বানিয়ে তুলবেন। বাস্তবে সেটাই হয়েছে। ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরো জানিয়েছে ২০১৮ ও ২০১৯ সালে বাংলায় কোনও কৃষকই আর্থিক অনটনে আত্মহত্যা করেননি। সারা দেশে যেখানে লাফিয়ে বাড়ছে কৃষক আত্মহত্যার সংখ্যা, সেখানে এই সংখ্যা পশ্চিমবঙ্গে শূন্য।

সদ্য প্রকাশিত হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট। যেখানে উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র ২০১৯ সালে দেশে ৮২ হাজার ৪৮০ জন কৃষক ও দিনমজুর আত্মঘাতী হয়েছেন। আত্মঘাতী হাওয়া কৃষকের সংখ্যা ১০ হাজার ২৮১।ওই বছর সারা দেশে যত সংখ্যক মানুষ আত্মহত্যা করেছেন, তার মধ্যে ৭.০৪ শতাংশই ছিলেন কৃষক। ২০১৯ সালে দেশে মোট আত্মহত্যা এবং দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ৫১৬।

২০১৮ সালে সারা দেশে ১০ হাজার ৩৮৪ জন কৃষক আত্মহত্যা করেছিলেন। ওই বছরও বাংলায় কৃষক আত্মহত্যার সংখ্যা শূন্য। কৃষক আত্মহত্যার এই তালিকায় শীর্ষস্থানে আছে মহারাষ্ট্র। আত্মঘাতী হয়েছেন ৩ হাজার ৯২৭জন কৃষক। কর্ণাটকে আত্মহত্যা করেছেন ১ হাজার ৯৯২জন, অন্ধ্রপ্রদেশে ১ হাজার ২৯জন, মধ্যপ্রদেশে কৃষক আত্মহত্যার সংখ্যা ৫৪১জন, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা ২ রাজ্যে আত্মহত্যা করেছেন ৪৯৯জন।

রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে সাত-আট বছরে কৃষকদের আয় তিনগুণ বেড়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সার, বীজ দেওয়া হচ্ছে তাঁদের। ব্যাংক থেকে মিলছে ঋণ পাচ্ছেন কৃষকরা। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, “কৃষকদের স্বর্গ পশ্চিমবঙ্গ। আর্থিক অনটনের জেরে পশ্চিমবঙ্গের কোনও কৃষক আত্মহত্যা করেননি। কৃষক এবং তাঁদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নে দায়বদ্ধ পশ্চিমবঙ্গ সরকার। কৃষকদের উন্নয়ন সরকারের রাজ্য সরকারের লক্ষ্য।”

আরও পড়ুন- বাংলায় কৃষকদের আয় বেড়েছে তিন গুণ: সোজা বাংলায় জানালেন ডেরেক

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...