সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের তথ্য সামনে আসতেই বিস্ফোরক কঙ্গনা রানাউত। তাঁরই প্রাক্তন প্রেমিক শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমন সম্প্রতি জানিয়েছেন, বলিউডের মাদক পার্টির অন্যতম সাক্ষী তিনি। কঙ্গনার প্রশংসাও করেছেন। বলিউডের ৯৯ শতাংশই কোনও না কোনও সময় মাদক নিয়েছেন কঙ্গনার এই বক্তব্যের প্রেক্ষিতে কোনও কথা না বললেও, মাদকের বিরোধিতায় সরব হয়েছেন অধ্যয়ন।

আরও পড়ুন : কঙ্গনাকে অশালীন ভাষায় কটুক্তি সঞ্জয় রাউতের, চাঁচাছোলা ভাষায় জবাব অভিনেত্রীর

কিন্তু জানেন কি, এই অধ্যয়নই একসময় বলেছিলেন অভিনেত্রী হ্যাশের নেশা করতেন। তাঁকেও জোর করেছিলেন মাদক নিতে। কিন্তু তিনি নেননি। ২০১৬ সালে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে এ নিয়ে মুখ খুলেছিলেন অধ্যয়ন। জানিয়েছিলেন, বেশ কয়েকবার হ্যাশের নেশা করেছেন কঙ্গনা। পরে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। তারপরও অধ্যয়ন চেয়েছিলেন কঙ্গনা ভালো থাকুক।
"#KanganaRanaut asked me to take #Cocain but I refused. We did have Hash (Drug) 4-5 times": #AdhyayanSuman (2016 Interview)
To all the bots, Cocain is not a cold drink like Coca Cola, it's a drug. And it's ILLEGAL.
— Aavishkar (@aavishhkar) August 29, 2020
সম্প্রতি বলিউডের মাদক যোগ নিয়ে বিস্ফোরক সমস্ত মন্তব্য করছেন কঙ্গনা রানাউত। মাদক পার্টি থেকে শরু করে বড় বড় অভিনেতা, অভিনেত্রীরা নেশা করেন বলে ইঙ্গিত তাঁর। তবে সেই কঙ্গনাও কিন্তু একসময় মাদকাসক্ত ছিলেন।কিছুদিন আগেই কঙ্গনা রণবীর সিং, রণবীর কাপুর, অয়ন মুখোপাধ্যায়, ভিকি কৌশিককে রক্ত পরীক্ষা করিয়ে তাঁরা যে মাদকাসক্ত নন তা প্রমাণ করতে বলেছিলেন। সেই কঙ্গনার নিজের জীবনেও মাদক যোগ ছিল, তা নতুন করে ভাইরাল।

এদিকে ঠোঁট কাটা নায়িকা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন। তাতেই বেজায় চটেছে মহারাষ্ট্রের শিবসেনা সরকার। নেতা সঞ্জয় রাউত হুঁশিয়ারি দিয়েছেন কঙ্গনাকে মুম্বইয়ে ঢুকতে দেবেন না। লকডাউনের সময় থেকেই মানালির বাড়িতে কঙ্গনা।তিনি জানিয়েছেন ৯ সেপ্টেম্বর মুম্বই ঢুকবেনই। দেখবেন কে, কী করে।