সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা হবে। ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “২ সেপ্টেম্বর ইউজিসিকে চিঠি পাঠিয়েছে রাজ্য। দুই-একদিনের মধ্যে তার পাল্টা বার্তাও চলে আসবে। বিদ্যালয়গুলিকে অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা নেওয়ার কথা বলেছে রাজ্য। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়গুলি ব্যবস্থা গ্রহণ শুরু করে দিয়েছে।” তাঁর কথায়, “ছাত্র-ছাত্রীদের মনে শঙ্কা দেখা দিয়েছে। তাই তাঁদের জ্ঞাতার্থে এই তথ্য জানাচ্ছি।”
