আবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে অন্ধকারের হাতছানি? অভিযোগ প্রোটিও ক্রিকেট বোর্ড সরকারি হস্তক্ষেপে নিয়ম আইসিসির নিয়ন-নীতি লঙ্ঘন করেছে। তাই ভেঙে দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ড। যদিও আইসিসি জানিয়েছে ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না। আপাতত ক্রিকেট বোর্ডের দায়িত্বে দেশের সরকার। ক্রিকেট বোর্ড চালাবে দেশের ক্রীড়ামন্ত্রক। এই ঘটনার ফলে ব্যবস্থা নিতে পারে আইসিসি। টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে দক্ষিণ আফ্রিকা। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে চলেছে ডেভিলিয়ার্সের দল।

আরও পড়ুন- ৪০০ বছর ধরে হিমায়িত, উদ্ধার চমোইসের ‘বরফ মমি’
