Sunday, November 9, 2025

পরীক্ষা শেষ হওয়ার চার দিনের মধ্যে প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্সের ফল

Date:

Share post:

প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি- র অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট জানা যাবে। https://jeemain.nta.nic.in/ এই ওয়েবসাইটে ফল জানা যাবে।

মহামারি আবহে গত ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষা হয়। চলতি বছর জানুয়ারি এবং সেপ্টম্বর মাসে দুই রাউন্ডে পরীক্ষা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, দুই রাউন্ড এর পরীক্ষায় ২৪ জন পরীক্ষার্থী ১০০ পারসেন্টাইল স্কোর করেছেন।

শুক্রবার রাতে টুইট করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। একইসঙ্গে পরীক্ষা শেষ হওয়ার ৪ দিনের মাথায় ফল প্রকাশ হওয়ায়, এই কাজের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এবছর জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা দিয়েছেন ৮ লাখ ৫৮ হাজার পরীক্ষার্থী। ৬৬০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়।কিন্তু এই কঠিন পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়ে চিঠি লিখেছিলেন তিনি। মহামারি পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গ ছাড়াও এই তালিকায় ছিল মহারাষ্ট্র, পঞ্জাব, রাজস্থান, ঝাড়খণ্ড ও পন্ডিচেরি। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। পরীক্ষা হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এরাজ্যের মাত্র ২৫ শতাংশ পড়ুয়া পরীক্ষায় বসতে পেরেছেন।

এমনকী পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল একাধিক ছাত্র সংগঠনও। কেন্দ্র সাফাই দিয়েছিল, পরীক্ষার অ্যাডমিট কার্ড চলে এসেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দাবি করেন, ১৭ লক্ষের বেশি পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। এই যুক্তি দেখিয়ে তিনি বলেন, এ থেকে প্রমাণ হয় পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে আগ্রহী। তাই পরীক্ষা স্থগিত রাখা সম্ভব না। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন : ফল প্রকাশ JEE Main- এর, বাংলায় শীর্ষে শ্রীমন্তী দে

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...