“অভিশপ্ত” ২০২০। প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী অনুরাধা পাড়োয়ালের একমাত্র সন্তান তথা বলিউডের তরুণ মিউজিক অ্যারেঞ্জার আদিত্য পাড়োয়াল। মাত্র ৩৫ বছর বয়সেই ঘুমের দেশে পাড়ি দিলেন আদিত্য। আজ, শনিবার সকালে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

পারিবারিক সূত্রে খবর, বেশ কয়েকমাস ধরেই কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আদিত্য। মিউজিক অ্যারেঞ্জ করার পাশাপাশি প্রযোজনাও করতেন তিনি। প্রয়াত শিবসেনা প্রধান বাল ঠাকরের জীবন নিয়ে তৈরি
হওয়া ছবির গান “সাহেব তু” প্রযোজনা করেন আদিত্য।

নিজের মা অনুরাধা পাড়োয়াল সম্পর্কে আদিত্য বলেছিলেন, “মা ভক্তিসঙ্গীতে ছাপ ফেলেছেন। এখনও তাঁর পারফরম্যান্সের মানুষ মোহিত হয়ে যান। আমি দেখেছি, তাঁর আরতি ও মন্ত্র শুনে মানুষের জীবন বদলে গিয়েছে। আমি মায়ের সঙ্গে গান নিয়ে কাজ করতে চাই।” কিন্তু আদিত্যের সেই ইচ্ছা অপূর্ণই রয়ে গেল। আদিত্য পাড়োয়ালের অকাল মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

আরও পড়ুন : ড্রাগ নিতেন সারা আলি খান থেকে সিমন খাম্বাটা?এবার তাঁরাও জেরার মুখে
