হামসফর এক্সপ্রেসকে শিয়ালদা থেকে সরানো হচ্ছে কেন?

হামসফর এক্সপ্রেসকে সরানো হচ্ছে শিয়ালদা থেকে? আশঙ্কা করে কড়া ফেস বুক পোস্ট করেছেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।

তিনি লিখেছেন:

শিয়ালদা থেকে সরানো হচ্ছে ট্রেন

শিয়ালদা থেকে জম্মুর মধ্যে চলাচলকারী “হামসফর এক্সপ্রেস” ট্রেনটিকে আজ শিয়ালদহ কারশেড থেকে ধানবাদ নিয়ে যাওয়া হচ্ছে। সেটি ধানবাদ থেকে চলবে।

শিয়ালদহে সংশ্লিষ্ট বিভাগে কর্মরতরা এনিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। রেল অফিসাররা বলেছেন বিষয়টি তাঁরা উপরমহলে জানাবেন। আপাতত পরিযায়ী ট্রেন হিসেবে ধানবাদ থেকে ট্রেনটি চলবে। বাংলায় আসবে না।

যদি সত্যিই এটি হয়, তাহলে বাংলা একটি জনপ্রিয় ট্রেন থেকে বঞ্চিত হবে।

রেলমন্ত্রীকে বিষয়টি জানাবো এবং হামসফর এক্সপ্রেস শিয়ালদা থেকে অব্যাহত রাখার দাবি জানাব।

আরও পড়ুন- শিবসেনা মুখপত্র পাড়ার গুণ্ডাদের স্টাইলে হুমকি, কঙ্গনা বললেন, ভয় পেয়েছে

 

Previous articleBreaking : আইপিএলে প্রথম মার্কিন ক্রিকেটার, সই করল কেকেআরে
Next articleউত্তরপাড়ায় পুলিশ-প্রশাসনের নাকের ডগায় চলছে মদের ঠেক, ক্ষুব্ধ স্থানীয়রা