Monday, November 3, 2025

প্রাক্তন RJD নেতা রঘুবংশ প্রসাদ সিং প্রয়াত

Date:

Share post:

বিহারের প্রবীণ রাজনীতিবিদ, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী এবং প্রাক্তন RJD নেতা রঘুবংশ প্রসাদ সিং রবিবার সকালে দিল্লির AIIMS-এ প্রয়াত হলেন৷ তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

গত জুন মাসে রঘুবংশ প্রসাদ সিং করোনা- আক্রান্ত হন৷ তখন তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছিলো। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে শরীরে নানা জটিলতা দেখা দেয়৷ শনিবার রাতে তাঁর অবস্থার যথেষ্ট অবনতি হওয়ায় ফের তাঁকে AIIMS- এ ভর্তি করা হয়৷ ভেন্টিলেটরেই রাখা হয়েছিলো বর্ষীয়ান এই নেতাকে৷। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের দীর্ঘদিনের সহযোগী, রাজ্যের বৈশালী নির্বাচনী এলাকার জন- প্রতিনিধি তিনি ছিলেন৷ কংগ্রেস নেতৃত্বাধীন UPA-এক সরকারের কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীও ছিলেন৷ প্রায় চার দশকের রাজনীতিবিদ রঘুবংশ প্রসাদ সিং দেশের গ্রামীণ ও কৃষি ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন৷ NREGA বা জাতীয় গ্রামীণ নিশ্চয়তা কর্মসংস্থান আইনের ধারণা ও বাস্তবায়নের কৃতিত্ব তাঁরই৷

শুক্রবারই সকলকে চমকে দিয়ে রঘুবংশ প্রসাদ সিং RJD থেকে পদত্যাগ করে চিঠি দিয়েছিলেন৷ লালুপ্রসাদ যাদবকে লেখা এই চিঠিতে তিনি বলেন,
“প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজতান্ত্রিক আইকন কর্পূরী ঠাকুরের মৃত্যুর পর, আমি ৩২ বছর ধরে আপনার পাশে ছিলাম, কিন্তু আর নয়৷ আমি
দলের কাছ থেকে ভালবাসা এবং সমর্থন পেয়েছি। দয়া করে আমাকে ক্ষমা করুন৷”
এই চিঠি পেয়ে লালু যাদব পরিষ্কারভাবেই জানিয়েছিলেন, তিনি তাঁর পুরনো বন্ধুকে এত সহজে ছাড়ছেন না৷ এবং লালুপ্রসাদও উত্তরে বলেন, “প্রিয় রঘুবংশবাবু, আপনার একটি চিঠি মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। আমি এটা বিশ্বাস করতে পারছি না৷ আপনি ভালো হয়ে হবে, তারপর আমরা বসে কথা বলবো। আপনি কোথাও যাচ্ছ না , এটা জেনে রাখুন”।

কিন্তু লালুপ্রসাদ যাদবের কথা না রেখে না-ফেরার দেশেই চলে গেলেন রঘুবংশ প্রসাদ সিং৷

আরও পড়ুন-‘নিউ নর্মাল’ জমানায় কাল থেকে কী কী থাকছে সংসদের অধিবেশনে?

spot_img

Related articles

একসাথে লড়াই হবে: শোভন-বৈশাখীকে স্বাগত অভিষেকের, পদ নিয়ে দলের ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত

তৃণমূল ভবনে আনুষ্ঠিকভাবে দলে যোগ দিয়েই কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করতে...

মেয়ে বিশ্বকাপজয়ী! আবেগে-চোখের জলে ভাষা হারিয়েছেন রিচার গর্বিত পিতা

সন্দীপ সুর বিশ্বকাপজয়ী মেয়ের জন্য গর্বিত পিতা। স্টেডিয়ামে বসেই সাক্ষী থেকেছেন মেয়ের বিশ্বকাপ জয়ের মুহুর্তের। সোমবার বিকেলেও যেন ঘোর...

প্রেরণা-র বইপ্রকাশে বেথুনের প্রাক্তনীর মিলনমেলা

কলকাতার (Kolkata) অ্যাগোরা স্পেসে ২রা নভেম্বর রবিবার আয়োজিত হলো প্রেরণা পাবলিশার্সের বইপ্রকাশ অনুষ্ঠান। এই প্রকাশনা সংস্থার এবারের আয়োজনে...

নাবালকদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান! খারিজ সুপ্রিম কোর্টে

সোশ্যাল মিডিয়া দেখবে কী নাবালকরা? এক শ্রেণির দেশবাসী প্রশ্ন তোলেন, ১৪ থেকে ১৮ বছর বয়সীদের সোশ্যাল মিডিয়ার (social...