ভারতে করোনায় মৃত্যু ছাড়াল ৮০ হাজার, আক্রান্ত ৫০ লক্ষ ছুঁইছুঁই

প্রতীকী ছবি।

দেশজুড়ে করোনার দাপট অব্যাহত। রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কখনও কখনও প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রিপোর্ট। এরই নাজে উদ্বেগ বাড়িয়ে করোনা সংক্রমণে দেশে মৃত্যুর সংখ্যা ৮০ হাজার ছাড়াল। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮০,৭৭৬ জন রোগীর। যাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসের বলি হয়েছেন ১,০৫৪ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ। এদিন নতুন করে আরও ৮৩,৮০৯ জন মানুষের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। সব মিলিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯,৩০,২৩৭ জন। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৯,৯০,০৬১ জন সক্রিয় করোনা রোগী। তবে স্বস্তির খবর, করোনা জয়ের পর সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন ৩৮,৫৯,৪০০ জন করোনাজয়ী।

আরও পড়ুন-কাদা মেখে-শাঁখ বাজিয়ে করোনা দূর করতে চেয়েছিলেন, উল্টে আক্রান্ত বিজেপি সাংসদ