Sunday, August 24, 2025

সংক্রমণের নতুন ঢেউ ইউরোপে? কপালে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের

Date:

Share post:

ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ কি ‘আছড়ে পড়ল’? ইউরোপের একাধিক দেশে নতুন করে সংক্রমণ শুরু হয়েছে। তাই এই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্রে নতুন করে আক্রান্ত হয়েছেন অনেকে। তাই নতুন করে একাধিক বিধি নিষেধ আরোপ করা হয়েছে। কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা যাবে, তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের।

গত পাঁচ দিন দৈনিক এক হাজারের উপরে সংক্রমিত হয়েছেন চেক প্রজাতন্ত্রে। রবিবার সংক্রমিত হন ১৫৪১ জন। মার্চ মাসে প্রথম ভাইরাস সংক্রমণের হদিশ মেলে সেদেশে। দেশের জনসংখ্যা ১ কোটি ৭০ লক্ষ। একাধিক বিধিনিষেধ লাগু করে সেই সময় সংক্রমণ অনেকটাই রুখতে পেরেছিল তারা। কিন্তু অগাস্ট মাস থেকে বাড়তে শুরু করে সংক্রমণের মাত্রা। চেক প্রজাতন্ত্রে এখনও পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩৫ জনের। ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল চেক প্রজাতন্ত্রেই। সে দেশে এখনো বন্ধ স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ পর্যটনও। এত বিধি নিষেধ সত্ত্বেও সংক্রমণের মাত্রা বাড়তে থাকায়, প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ।

অন্যদিকে, রবিবার ফ্রান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭১৮৩ জন। এহেন পরিস্থিতিতে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশের হটস্পটগুলিতে সংক্রমণ রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ফ্রান্সে মৃত্যু সংখ্যা প্রায় ৪০ হাজার। বিশেষজ্ঞদের আশঙ্কা, অস্ট্রিয়াতেও দ্বিতীয় দফায় সংক্রমণ শুরু হয়েছে। এই আবহে মাস্ক পরা বাধ্যতামূলক করার কথা ভাবছে প্রশাসন। রবিবার ব্রিটেনে নতুন করে সংক্রমিত হন ৩৩৩০ জন। উত্তরোত্তর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সামাজিক জমায়েত নিষিদ্ধ করার কথা ভাবছে দেশের সরকার।

আরও পড়ুন-কেন নিজেকে চার্চিল আর রুজভেল্টের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প?

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...