Friday, January 9, 2026

বলিউডের মাদকযোগে জয়ার পাশে হেমাও

Date:

Share post:

মাদক যোগ নিয়ে বলিউডকে প্রশ্নের মুখে পড়তে হওয়ায়, মুখ খুলেছিলেন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ‘ফার্স্ট লেডি’ জয়া বচ্চন।এবার তাঁর সমর্থনে এগিয়ে এলেন আর এক অভিনেত্রী-সাংসদ হেমা মালিনী। বললেন, “কিছু মানুষের জন্য বলিউডকে কালিমালিপ্ত করা যায় না। ফিল্ম ইন্ডাস্ট্রি শিল্পের জায়গা। এখানে সৃজনাত্মক কাজ হয়। বলিউড সম্পর্কে এই সব শুনলে খারাপ লাগে”। বলিউড প্রসঙ্গে বিরোধী নেত্রীকে সমর্থন করলেও অবশ্য দলীয় সাংসদ রবি কিষাণকে অসমর্থন করেননি হেমা। মেনে নিয়েছেন, বলিউডের কেউ কেউ মাদকাসক্ত। তবে বলিউডকে কোনও তারকা যে নর্দমার সঙ্গে তুলনা করবেন তা তিনি মানতে পারেন না।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রথমে অভিযোগের তির ছিল রিয়া চক্রবর্তী দিকে। কিন্তু তদন্ত এগোতেই সামনে আসে মাদক যোগ-সূত্র।আর ঘুরে যায় তদন্তের অভিমুখ।  মাদক যোগে শ্রীঘরে রিয়া চক্রবর্তী। গুঞ্জন রিয়া নাকি এনসিবির কাছে মুখ খুলেছেন। বলেছেন, বলিউডের হাইপ্রোফাইল তারকাদের নাম যাঁরা মাদক নেন।

আরও পড়ুন : শুধু রিয়া নন, স্বামীর আত্মহত্যায় ‘ভিলেন’ হয়েছিলেন রেখাও

গত সোমবার সংসদে বলিউডের মাদকচক্র নিয়ে তদন্তের দাবি জানিয়েছিলেন অভিনেতা সাংসদ রবি কিষেন। আর তার পরই তাঁকে একহাত নিয়ে অভিনেত্রী তথা সমাজবাদী পার্টি নেত্রী জয়া বচ্চন বলেন, “যে থালায় খান সেই থালাই ফুটো করছেন”। এই মন্তব্যের প্রেক্ষিতে বলিউড ও রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হতেই জয়ার পাশে দাঁড়ান তাপসী পান্নু, সোনম কাপুররা।

সংসদে জয়া ও রবি কিষাণ দু’জনের বক্তব্যকেই অংশত সমর্থন করেন অভিনেত্রী-সাংসদ হেমা মালিনী। হেমার বক্তব্য, দাগ লাগলে সেটা ধোয়ার ব্যবস্থা করতে হবে। বলিউড প্রসঙ্গে হেমা মালিনী অমিতাভ বচ্চন, রাজ কাপুর, ধর্মেন্দ্র, ঋষি কাপুরের মতো অভিনেতাদের কথা তুলে ধরেন। বলেন, তাঁরা শুধু বলিউডের অন্যতম মুখই নন অত্যন্ত শ্রদ্ধেয়। তারা অনেকেই প্রয়াত। কিন্তু দেশবাসী আজও তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। হেমার বক্তব্য, বলিউডের কেউ কেউ মাদক নেন সেটা সত্যি হলেও পুরো বলিউডকে মাদকে স্বর্গরাজ্য বলা অনুচিত। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সম্মান আছে।

বলিউডের মাদক নিয়ে জয়া বচ্চন মুখ খোলার পর তাঁকে সমর্থন করেছেন তাপসী পান্নু, সোনম কাপুর-সহ অনেকেই। সোনম বলেছেন, তিনি বড় হয়ে জয়া বচ্চনের মতো স্পষ্ট বাদী দৃঢ়চেতা হতে চেয়েছিলেন। তার জেরে ট্রোলের শিকার হতে হয়েছে সোনমকে। অনেকেই বলেছেন, এখনও যদি সোনম বড় হয়ে না থাকেন, তাহলে আর কবে হবেন?

spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...