Saturday, January 10, 2026

আসল-নকল চেনা দায়! সুশান্তের মূর্তি বানিয়ে তাক লাগলেন আসানসোলের মোম শিল্পী

Date:

Share post:

বাংলার আবেদনে সাড়া। সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা মাদাম তুসোর মিউজিয়ামে প্রয়াত অভিনেতার স্মরণে মোমের মূর্তি গড়ার আবেদন রেখেছিলেন। সেই আর্জি মিউজিয়াম কর্তৃপক্ষের কানে পৌঁছেছে কিনা জানা নেই, তবে বাংলার এক মোমশিল্পী কিন্তু ইতিমধ্যেই অভিনেতার মোমের মূর্তি গড়ে তাক লাগিয়ে দিলেন। যিনি অতীতে প্রণব মুখোপাধ্যায়েরও মোমের মূর্তি গড়ে প্রশংসা আদায় করেছিলেন স্বংয় প্রাক্তন রাষ্ট্রপতির কাছ থেকে।

বলিউডের রাজপুত অকালে চলে গেলেও মহালয়ায় দেবীপক্ষের সূচনায় ফের আবির্ভাব ঘটল সুশান্ত সিং রাজপুতের। মোমের মূর্তির মধ্য দিয়েই যেন আবার জেগে উঠলেন ভক্তদের প্রিয় সুশান্ত। শিল্পীর শৈল্পিকতায় বোঝার উপায় নেই, সেটা রক্তে-মাংসের সুশান্ত নাকি মোমের মূর্তি।

তাঁর মৃত্যু রহস্যের কিনারা এখনও হয়নি, তবে এরই মধ্যে আসানসোলের মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় তৈরি করলেন প্রয়াত অভিনেতার মোমের মূর্তি। তবে এবার বরাতে নয়, অভিনেতাকে স্মরণে রাখতে, সম্মান জানাতে মূর্তিটি তৈরি করে রাখলেন আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে। মহালয়ার দিন ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫ ফুট ১০ ইঞ্চির সুশান্তের এই মোমের মূর্তি উন্মোচিত হল (Sushant Singh Rajput Wax Statue)।

একদিকে মহালয়া পিতৃপুরুষ তর্পনের দিন। অন্যদিকে দেবীপক্ষের সূচনা। বিশেষ দিনে অন্য এক সুশান্ত সিং রাজপুতকে দেখলেন আসানসোলবাসী। সেই একই চেহারা, একই উচ্চতা, অমলিন মুখের হাসি। শিল্পী নিপুণভাবে তুলে ধরেছেন তাঁর শিল্পকর্মের মধ্য দিয়ে। একটি চেয়ারের সামনে হাত দিয়ে হাসি হাসি মুখে দাঁড়িয়ে এসএসআর। সেই চেয়ারে বসে কেউ ছবি তুলছেন। কেউ তুলছেন সেলফি। ভেতরে সাদা টি-শার্ট, উপরে বোতাম খোলা ডেনিম জ্যাকেট। আনসেভ কিন্তু ট্রিমিং করা রাফ অ্যান্ড টাফ লুক, আর সেই আগোছালো ব্যাকব্রাশ চুল। শহরবাসী যতই দেখছেন, ততই অভিভূত হয়ে যাচ্ছেন। যেন চোখের সামনে সত্যিই দাঁড়িয়ে রয়েছেন ধোনি বায়োপিকের সেই হিরো।

উল্লেখ্য, আসানসোলের মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের আগে বহু বিখ্যাত ব্যক্তির মোমের মূর্তি তৈরি করেছেন। কলকাতার নিউটাউনে মাদার ওয়াক্স মিউজিয়ামের বেশিরভাগ মোমের মূর্তি তাঁরই তৈরি। রাজস্থানের ওয়াক্স মিউজিয়ামেও তাঁর তৈরি মূর্তি রয়েছে। আসানসোলের মহিশীলা কলোনীতে তাঁর নিজস্ব ওয়াক্স মিউজিয়ামেও অনেক মূর্তি রয়েছে। অমিতাভ বচ্চন, জ্যোতি বসু, কপিল দেব, শচীন, সৌরভদের পাশেই এবার শোভা পারে সুশান্ত সিং রাজপুতের মূর্তি। আসানসোলবাসীর দাবি সুশান্ত সিং-এর অস্বাভাবিক মৃত্যুতে রিয়া চক্রবর্তীর নাম জড়ানোয় একাংশ জাতিগত প্রসঙ্গ তুলে বাঙালি-বিহারী বিভেদ লাগানোর চেষ্টা করছে। সেখানে বাঙালি শিল্পী সুশান্ত রায় বিহারের এই সন্তানের প্রাণবন্ত মোমের মূর্তি তৈরি অভিনেতার প্রতি সম্মানজ্ঞাপন করলেন।

আরও পড়ুন-এনসিবি দলে ভাইরাসের হানা, জিজ্ঞাসবাদ করা হলো না সুশান্তের প্রাক্তন ম্যানেজারকে

spot_img

Related articles

গেরুয়া ফতেয়া, রামমন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ ডেলিভারি নিষিদ্ধ বিজেপি সরকারের

আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই...

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ (blast) বলে স্থানীয় বাসিন্দাদের...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...