শ্রমিক স্পেশাল ট্রেনে ফেরার পথে ৯৭ পরিযায়ী শ্রমিকের মৃত্যু: রেলমন্ত্রী

সংসদে এবার পরিযায়ী শ্রমিক মৃত্যুর সংখ্যা জানাল রেল মন্ত্রক।
এর আগে লোকসভায় এই সংক্রান্ত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানিয়েছিলেন, লকডাউন পর্বে ঠিক কতজন পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার পথে মারা যান, সেই তথ্য তাঁদের কাছে নেই। শ্রমমন্ত্রীর ওই বিবৃতি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বলা হয়, কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের বিষয়ে কতটা অসংবেদনশীল, এটা তার প্রমাণ। কতজন শ্রমিক লকডাউন পর্বে প্রাণ হারিয়েছেন, তার খবরই রাখে না সরকার। সেই বিতর্ক তৈরির কিছুদিনের মধ্যে এবার রেলমন্ত্রী পীযূষ গয়াল রাজ্যসভায় জানালেন, শ্রমিক স্পেশাল ট্রেনে বাড়ি ফেরার পথে ৯৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত পরিযায়ী শ্রমিকের সংখ্যা রেল মন্ত্রকের কাছে জানতে চান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন। সেই প্রশ্নের জবাবে রেলমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, শ্রমিক স্পেশাল ট্রেনে মারা গিয়েছেন ৯৭ জন পরিযায়ী শ্রমিক। এদের মধ্যে ৮৭ টি ক্ষেত্রে রাজ্য পুলিশ পোস্ট মর্টেম করিয়েছে। ৫১টি ক্ষেত্রে রাজ্য পুলিশের কাছে থাকা পোস্ট মর্টেম রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর কারণ হিসাবে উঠে এসেছে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, ফুসফুস ও লিভারের সমস্যা, পুরনো অসুখ ইত্যাদি।

আরও পড়ুন- কঙ্গনা-কাশ্যপ টুইট যুদ্ধ, চিনের সঙ্গে অভিনেত্রীকে লড়তে বললেন পরিচালক