Wednesday, December 24, 2025

রাজ্য বিজেপিতে দ্বিচারিতা প্রকট! বিশ্বভারতীতে অগ্নিমিত্রার “সেক্স র‍্যাকেট” তত্ত্বের বিরোধিতা অনুপমের

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কাণ্ড নিয়ে রাজনীতি করতে নেমে এবার ফাঁপড়ে পড়লো গেরুয়া শিবির। বিশ্বভারতীতে “সেক্স র‍্যাকেট” তত্ত্ব নিয়ে দ্বিচারিতা প্রকট রাজ্য বিজেপির অন্দরে।

বিশ্বভারতীতে বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পলের “সেক্স র‍্যাকেট” তত্ত্বের সরাসরি বিরোধিতা করলেন বীরভূমের ভূমিপুত্র তথা বিজেপি নেতা অনুপম হাজরা।

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে পৌষ মেলার ভুবনডাঙার মাঠে রাতের অন্ধকারে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়, সেক্স র‍্যাকেট চলে বলে দাবি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তার সুরে সুরে মিলিয়ে একই দাবি করেছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। এবার তাঁদের সেই দাবি উড়িয়ে দিলেন দলের আরেক নেতা অনুপম হাজরা।

রবিবার বোলপুরে দাঁড়িয়ে বিজেপি নেতা তথা অধ্যাপক অনুপম হাজরা জানান, “আমি এই জেলার ছেলে। নিজে বিশ্বভারতীর ছাত্র ছিলাম। দীর্ঘদিন এখানেই পড়াশুনা করেছি। সেই সুবাদে এখানকার সবকিছু হাতের তালুর মতো চিনি। এখানে সেক্স র‍্যাকেট চলে বলে আমার অন্তত জানা নেই। এসব ভুলভাল খবর করা রটায় জানি না। যারা এসব বলছে, তাদের বিশ্বভারতী সম্পর্কে নুন্যতম ধারণা নেই। ফলে কে কী বলল সেটা আমি দেখতে যাব না। এখানে ছোট থেকে বড় হয়েছি। বিশ্বভারতী নিয়ে আমরা একসাথে লড়ছি। তবে তার মানে এটা নয় যে বিশ্বভারতীর নামে ভুলভাল বলব। বিশ্ববিদ্যালয়ের রেপুটেশন খারাপ করে দেব। আমরা যারা এখানে বড় হয়েছি তাদের কাছে বিশ্বভারতী একটা আবেগের নাম। আমি এখানে অন্তত কোনও দিন সেক্স র‍্যাকেট চলতে দেখিনি। ফলে কে কী বলেছেন সে দায়িত্ব তাঁর নিজের।”

আর অনুপমের এমন চাঁচাছোলা মন্তব্যের পরই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনুপম যে নাম না করে অগ্নিমিত্রাকেই নিশানা করেছেন, তা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, ঘনিষ্ঠ মহলে অনুপম জানিয়েছেন, বিশ্বভারতী সম্পর্কে অগ্নিমিত্রা পলের এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য শুধু বোলপুর নয়, গোটা বীরভূম জেলাতেই বিজেপিকে ডোবানোর জন্য যথেষ্ট। যদিও তিনি ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন বলেই জানিয়েছেন শীর্ষ নেতৃত্বকে।

আরও পড়ুন- বিরাট ব্রেক থ্রু! মালদাতেও আল-কায়দা নেটওয়ার্ক, অভিযানে NIA

spot_img

Related articles

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...