Monday, November 10, 2025

Big Breaking: স্নাতক-স্নাতকোত্তর স্তরের শিক্ষাবর্ষ শুরু হবে ১ নভেম্বর থেকে, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Date:

Share post:

মহামারি আবহে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক এবং স্নাতকোত্তরের প্রথম বর্ষের ক্লাস। মঙ্গলবার একথা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। টুইট করে তিনি জানিয়েছেন, শিক্ষাবর্ষ নিয়ে কমিটি তৈরি করেছিল ইউজিসি। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে এই সিদ্ধান্ত নিয়েছ কেন্দ্র। নতুন ক্যালেন্ডার অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ ৯ মাসের মধ্যে শেষ হবে। ইতিমধ্যেই ক্যালেন্ডার প্রকাশ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এদিন টুইট করে ক্যালেন্ডার প্রকাশ করেন তিনি। যেখানে বলা হয়েছে-

১. ৩১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

২. ১ নভেম্বর স্নাতক এবং স্নাতকোত্তরের প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে।

৩. পরীক্ষা প্রস্তুতির জন্য ছুটি ১ মার্চ ২০২১ থেকে ৭ মার্চ ২০২১ পর্যন্ত।

৪. ৮ মার্চ থেকে ২৬ মার্চের মধ্যে প্রথম সেমিস্টার হবে।

৫. পরীক্ষা শেষে ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে।

৬. পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু হবে ৫ এপ্রিলে।

৭. পরীক্ষা প্রস্তুতির জন্য ছুটি ১ অগাস্ট থেকে ৮ অগাস্ট পর্যন্ত।

৮. ৯ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত দ্বিতীয় সেমিস্টার হবে।

৯. পরীক্ষা শেষে ২২ অগাস্ট থেকে ২৯ অগাস্ট পর্যন্ত ছুটি থাকবে।

১০. এই ব্যাচের পরবর্তী ক্লাস শুরু হবে ৩০ অগাস্ট ২০২১ তারিখে।

এদিন টুইট করে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা আর্থিক টানাপোড়েনের মধ্যে আছেন। তাই তাঁদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে সরকার। কোনও পড়ুয়া ভর্তি হওয়ার পর ছেড়ে দিলে, পুরো টাকা ফেরত পাবেন। ছাত্রছাত্রীদের সমস্যার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইগ্রেশনের ক্ষেত্রেও একই সুবিধা পাবেন পড়ুয়ারা। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে।’’

আরও পড়ুন : বিরোধীরা মেরেই ফেলত হরিবংশকে, এ কী বললেন গিরিরাজ!

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...