Monday, August 25, 2025

Big Breaking: স্নাতক-স্নাতকোত্তর স্তরের শিক্ষাবর্ষ শুরু হবে ১ নভেম্বর থেকে, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Date:

Share post:

মহামারি আবহে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক এবং স্নাতকোত্তরের প্রথম বর্ষের ক্লাস। মঙ্গলবার একথা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। টুইট করে তিনি জানিয়েছেন, শিক্ষাবর্ষ নিয়ে কমিটি তৈরি করেছিল ইউজিসি। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে এই সিদ্ধান্ত নিয়েছ কেন্দ্র। নতুন ক্যালেন্ডার অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ ৯ মাসের মধ্যে শেষ হবে। ইতিমধ্যেই ক্যালেন্ডার প্রকাশ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এদিন টুইট করে ক্যালেন্ডার প্রকাশ করেন তিনি। যেখানে বলা হয়েছে-

১. ৩১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

২. ১ নভেম্বর স্নাতক এবং স্নাতকোত্তরের প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে।

৩. পরীক্ষা প্রস্তুতির জন্য ছুটি ১ মার্চ ২০২১ থেকে ৭ মার্চ ২০২১ পর্যন্ত।

৪. ৮ মার্চ থেকে ২৬ মার্চের মধ্যে প্রথম সেমিস্টার হবে।

৫. পরীক্ষা শেষে ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে।

৬. পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু হবে ৫ এপ্রিলে।

৭. পরীক্ষা প্রস্তুতির জন্য ছুটি ১ অগাস্ট থেকে ৮ অগাস্ট পর্যন্ত।

৮. ৯ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত দ্বিতীয় সেমিস্টার হবে।

৯. পরীক্ষা শেষে ২২ অগাস্ট থেকে ২৯ অগাস্ট পর্যন্ত ছুটি থাকবে।

১০. এই ব্যাচের পরবর্তী ক্লাস শুরু হবে ৩০ অগাস্ট ২০২১ তারিখে।

এদিন টুইট করে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা আর্থিক টানাপোড়েনের মধ্যে আছেন। তাই তাঁদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে সরকার। কোনও পড়ুয়া ভর্তি হওয়ার পর ছেড়ে দিলে, পুরো টাকা ফেরত পাবেন। ছাত্রছাত্রীদের সমস্যার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইগ্রেশনের ক্ষেত্রেও একই সুবিধা পাবেন পড়ুয়ারা। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে।’’

আরও পড়ুন : বিরোধীরা মেরেই ফেলত হরিবংশকে, এ কী বললেন গিরিরাজ!

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...