Sunday, January 11, 2026

“সেক্স র‍্যাকেট মন্তব্য বন্ধ করুন, আমলকি খেয়ে সুস্থ হন!” অগ্নিমিত্রাকে পরামর্শ অনুপমের

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কাণ্ড নিয়ে রাজ্য বিজেপির অন্দরে ঠোকাঠুকি অব্যাহত। “সেক্স র‍্যাকেট” ইস্যুতে নিজেদের পরস্পর বিরোধী মন্তব্য থেকে কেউ পিছপা হচ্ছেন না। বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পলের মন্তব্যের ফের বিরোধিতা করলেন সদ্য জাতীয় সম্পাদকের পদে বসা অনুপম হাজরা।

অনুপমের বক্তব্য, “বিশ্বভারতী নিয়ে কারও কোনও জ্ঞান শুনবো না। বিশ্বভারতীকে অনেকের থেকে আমি বেশি চিনি। আমি ওখানে পড়াশুনা করেছি। অধ্যাপনা করেছি। আশ্রমিক ছিলাম। ছোট থেকে বোলপুরে বড় হয়ে ওঠা আমার। সেক্স
র‍্যাকেট আমার কোনওদিন চোখে পড়েওনি, আমি কোনওদিন শুনিওনি। দায়িত্বশীল পদে থেকে বিশ্বভারতী নিয়ে এমন কথা বলা উচিত নয়। এতে দলের ক্ষতি ডেকে আনা। আমার মনে হয় অগ্নিমিত্রাদি এসব ব্যাপারে কিছু জানেন না। ওনার মুখ দিয়ে এমন কথা কেউ বলিয়েছে।”

আরও পড়ুন- পুরীর জগন্নাথ মন্দিরের প্রায় ৪০০ পুরোহিত করোনা পজিটিভ

শুধু অনুপম নয়, বিশ্বভারতীর সেক্স র‍্যাকেট মন্তব্য নিয়ে নাম না করে অগ্নিমিত্রা পলের বিরোধিতা করেন প্রাক্তন মহিলা মোর্চা সভানেত্রী তথা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন, “বিশ্বভারতীতে সেক্স র‍্যাকেট চলে বলে কখনও শুনিনি। কেউ বলে থাকলে নিজের দায়িত্বে বলেছে। এমন কথা শুনলে মন খারাপ হয়ে যায়।”

অন্যদিকে অগ্নিমিত্রা পল জানিয়েছিলেন, তিনিও কোনও অংশে বিশ্বভারতী কম চেনেন না। তাঁর মা বিশ্বভারতীর পড়ুয়া ছিলেন। আর তিনি স্থানীয় মানুষের কাছ থেকেই সেক্স
র‍্যাকেট চলে বলে অভিযোগ শুনেছেন।

এরপরই অগ্নিমিত্রা সুর চড়িয়ে বলেছিলেন, একটা এলাকার স্থানীয় মানুষ সেই এলাকা সম্পর্কে সবচেয়ে বেশি জানবেন অন্যদের থেকে। তিনি একাধিক স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে পৌষমেলার মাঠে সন্ধের পর অসামাজিক কাজকর্মের কথা জানতে পেরেছেন। এবং এখনও নিজের মন্তব্যে স্থির আছেন তিনি। অন্য কে কি বললো তা নিয়ে মাথা ব্যথা নেই। এ বিষয়ে যা বলার দিলীপ ঘোষ বা উচ্চ নেতৃত্ব বলবে।

অগ্নিমিত্রার এমন জবাবে অনুপম বলেন, “উনি নিজের মন্তব্যে স্থির থাকুন। চালিয়ে যান এসব কথাবার্তা। কেউ কিছু বললে তো আর আমি আটকাতে পারবো না। তবে অগ্নিমিত্রাদির কাছে অনুরোধ, কিছু না জেনে অন্য জায়গা থেকে শুনে বিশ্বভারতী নিয়ে এমন ভুলভাল মন্তব্য উনি বন্ধ করলেই ভালো।”

বর্তমানে করোনা আক্রান্ত অগ্নিমিত্রা পল। সে প্রসঙ্গে অনুপম বলেন, “অগ্নিমিত্রাদি দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করি। সামনে অনেক বড় লড়াই। সুস্থ হয়ে লড়াইয়ের জন্য কোমর বেঁধে মাঠে নামুন। আমি একটাই কথা বলতে চাই দিদিকে, পারলে আমলকি জল, আমলকি সিদ্ধ জল খান। এতে প্রচুর ভিটামিন সি থাকে। যা করোনার মোকাবিলা করে। শরীরে শক্তি জোগায়। দ্রুত সুস্থ হওয়ার জন্য বেশি করে আমলকি খাওয়ার পরামর্শ দেবো অগ্নিমিত্রাদি-কে।”

spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...