Friday, August 22, 2025

ত্রিপুরার ব্রু শরণার্থী পুনর্বাসন মামলায় এখনই হস্তক্ষেপ করবে না আদালত

Date:

Share post:

ব্রু শরণার্থী পুনর্বাসনে দেরি হচ্ছে এই অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ত্রিপুরা রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন । যদিও ওই আবেদনের ভিত্তিতে এখনও কোনও হস্তক্ষেপ করেনি আদালত। এমনকি ওই আবেদনের ভিত্তিতে কোনও নোটিশ জারি করেনি ত্রিপুরা হাইকোর্ট । তবে পুরো বিষয়টির ওপর আদালত নজর রাখছে। আগামী ৭ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির আকিল কুরেশি এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- দিলীপের মধ্যস্থতা, শিব প্রকাশের ফোন, কাল দিল্লির দলীয় বৈঠকে থাকছেন রাহুল
উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর ও পানিসাগর মহকুমায় প্রায় ৪০হাজার ব্রু শরণার্থী রয়েছেন । এই সমস্যার সমাধান চায় ত্রিপুরা সরকার। তাই তাদের মিজোরামে ফিরিয়ে না দিয়ে ত্রিপুরাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারও ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়ে সীলমোহর দিয়েছে। চারস্তরীয় চুক্তিও এই বিষয়ে সম্পাদিত হয়েছে। সেই চুক্তি অনুযায়ী ত্রিপুরার বিভিন্ন জায়গায় এই ব্রু শরণার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্যত্র ।
শরণার্থীরা নিজস্ব এলাকা ছেড়ে অন্য জায়গায় পুনর্বাসনে রাজি না হওয়ায় সমস্যার সূত্রপাত। যদিও ত্রিপুরা সরকার সাতটি জায়গা নির্দিষ্ট করে সেখানে প্রায় ৫ হাজার শরণার্থীর পুনর্বাসনের ব্যবস্থা করেছে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে বাঙালি জনগোষ্ঠী ।
সম্প্রতি কাঞ্চনপুর যৌথ মঞ্চ ১২ ঘণ্টা বনধ পালন করেছে। আদালতের দ্বারস্থ হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন অভিযোগ করেছেন, ব্রু শরণার্থীদের পুনর্বাসনে অযথা ঢিলেমি করছে ত্রিপুরা সরকার। করোনার প্রভাবে সেই প্রক্রিয়া আরও বিলম্বিত হচ্ছে। পুনর্বাসন প্রক্রিয়া ভেস্তে দিতেই কাঞ্চনপুরে আন্দোলন শুরু হয়েছে । এদিকে আদালতের প্রধান বিচারপতি শুনানি চলাকালীন বলেছেন, শরণার্থীদের পূনর্বাসনের বিষয়টি সম্পূর্ণ সামাজিক এবং রাজনৈতিক ।সেখানে আদালতের কোনও ভূমিকা নেই ।তবে পুরো বিষয়টির ওপর আদালত নজর রাখছে।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...