কাল দিলীপদের বৈঠকে থাকছেন অমিত শাহ

কাল, ১ অক্টোবর। দিল্লিতে বাংলা বিজেপির বৈঠক। সেই বৈঠকে থাকছেন অমিত শাহ। অমিত শাহর সঙ্গে থাকছেন জেপি নাড্ডা। থাকছেন শিব প্রকাশ, অরবিন্দ মেনন, কৈলাশ বিজয়বর্গীয়। এবং অবশ্যই দিলীপ ঘোষ, রাহুল সিনহা এবং মুকুল রায়।

বৈঠকে নাড্ডা এবং শাহর কলকাতায় ভার্চুয়াল সভার দিনক্ষণ যেমন ঠিক হবে, তেমনি জঙ্গি সমস্যা, আমফান দুর্নীতি সহ শাসক দলের গোষ্ঠী কোন্দলের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলনে থাকবে সিঙ্গুরও৷ পুজোর আগে যুব মোর্চার মহাকরণ অভিযান সফল করতেও দলীয় উদ্যোগ নিতে বলা হবে। পুজোর আগে তিন সপ্তাহ ধরে আন্দোলনের ট্রেলার দেখাতে চায় বিজেপি। পুজো পেরলে জঙ্গি আন্দোলন।

আরও পড়ুন-দিলীপের মধ্যস্থতা, শিব প্রকাশের ফোন, কাল দিল্লির দলীয় বৈঠকে থাকছেন রাহুল