দীর্ঘ ২৮ বছর পর আজ সিবিআই বিশেষ আদালতে বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করা হবে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত মোট ৩২ জন। মূল অভিযুক্তদের মধ্যে আছেন লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, কল্যাণ সিং, সাক্ষী মহারাজ, সাধ্বী রীতম্ভরা, রামবিলাস বেদান্তি, মহন্ত নৃত্যগোপাল দাস, চম্পত রাই, বিনয় কাটিহার। মামলা চলাকালীন অভিযুক্তদের মধ্যে প্রয়াত হয়েছেন বাল থ্যাকারে, অশোক সিংঘল, বিষ্ণু হরি ডালমিয়া, মহন্ত ঐদ্যনাথ, বিজয়রাজে সিন্ধিয়া সহ ১২ জন।

আরও পড়ুন-আজ বাবরি-রায়, রাজ্যে রাজ্যে বিশেষ সতর্কতা
