Thursday, November 6, 2025

বাড়িতেই মেডিকেল ট্রিটমেন্ট চলছে মনিকা মোরের, জানালেন চিকিৎসকরা

Date:

Share post:

গত মাসের শেষের দিকে দুটি হাত প্রতিস্থাপিত হয়েছে বছর ২৪-র মনিকা মোরের। মুম্বই থেকে এক ব্রেন ডেথ হওয়া যুবকের দুটি হাত প্রতিস্থাপিত হয়েছে তাঁর শরীরে। চেন্নাই থেকে বিমানে হাতদুটি আনার পরে, মুম্বইয়ের গ্লোবাল হাসপাতালের পরামর্শক প্লাস্টিক এবং পুনর্গঠনকারী মাইক্রোসার্জন, ডঃ নীলেশ সাতভাইয়ের নেতৃত্বে ২০ জনের একটি দল অস্ত্রোপচার করে। ৪ সপ্তাহ পর হাসপাতালে ভর্তি থাকার পর গত শনিবার বাড়ি ফিরেছেন কুর্লার বাসিন্দা।
চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত মনিকার খাওয়া দাওয়া যথেষ্ট কন্ট্রোলে রাখতে হচ্ছে। যতদিন পর্যন্ত তাঁর শরীর এই প্রতিস্থাপিত হাতগুলির সঙ্গে মানিয়ে না নিতে পারে। নিয়মিত ফিজিওথেরাপি চলছে তাঁর। চিকিৎসকরা আরও জানিয়েছেন, আপাতত মনিকার স্বাস্থ্যের কথা ভেবে তাঁকে বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছে। তবে মাঝে মধ্যে হাসপাতালে আসতে হবে রুটিন ভিজিটের জন্য।
ডাঃ সাতভাই আরও জানিয়েছিলেন, “মনিকার হাত এবং আঙ্গুলের চলাচল ৩-৪ মাস পরে শুরু হবে বলে আশা করা হচ্ছে। বাহুর পেশী টিস্যু এবং হাড়গুলি ততদিনে সুস্থ হয়ে উঠবে। হাত সম্পূর্ণ ঠিক হতে এখনও এক থেকে দেড় বছর লাগবে। তবে, একবার তার হাতের চলাচল এবং অনুশীলন এবং ফিজিওথেরাপির সাহায্যে তিনি শীঘ্রই আরও স্বাবলম্বী হয়ে উঠবেন।”

আরও পড়ুন : ২০ কোটি টিকা বানাচ্ছে সেরাম, ভ্যাকসিনের সর্বোচ্চ দাম জানালো সংস্থা

২০১৪ সালে মুম্বাইয়ের ঘাটকোপারের একটি ট্রেন দুর্ঘটনায় নিজের দুই হাত খুইয়েছিলেন মনিকা। মনিকার পরিবার সূত্রে খবর, অঙ্গদানের ব্যাপারটি দুবছর আগেও হতে পারত। কিন্তু শেষ মূহুর্তে বেঁকে বসেন সেই অঙ্গদাতার পরিবার। তবে চেন্নাইয়ের এই যুবকের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মনিকা ও তাঁর পরিবার। মনিকা জানিয়েছেন, তাঁর হাত প্রতিস্থাপন হবে, এটা তাঁর বাবার স্বপ্ন ছিল। বাবা মারা গিয়েছেন দেড় বছর আগে। তবে বাবার স্বপ্ন যে সফল হয়েছে, তাতেই খুশি তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, মনিকার হাত প্রতিস্থাপনে খরচ হয়েছে মোট ৩৬ লক্ষ টাকা। মনিকাদের একার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না। তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছেন বহু মানুষ। পাশে দাঁড়িয়েছে হাসপাতালও। প্রতি মাসে মনিকার চিকিৎসা বাবদ খরচ হবে ২০,০০০ টাকা করে। তাই এখনও সাহায্যের প্রয়োজন রয়েছে। পাশাপাশি, তাঁরা আরও জানিয়েছেন, মনিকার অস্ত্রোপচারের খবর সামনে আসার পর থেকেই তাঁদের কাছে এই ধরণের আরও প্রতিস্থাপনের আবেদন আসছে।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...