Sunday, August 24, 2025

মোদির দেশে কতটা সুরক্ষিত মহিলারা?

Date:

Share post:

হাথরাসে তরুণীকে ধর্ষণ নিয়ে উত্তাল সারা দেশ। দলিত তরুণীর উপর হওয়া নৃশংস অত্যাচারের ঘটনা শুনে আঁতকে উঠেছেন সমগ্র দেশবাসী। আজকের ভারতে কতটা সুরক্ষিত মহিলারা সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এরই মধ্যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট দেখে শিউরে উঠছেন সবাই।

২০১৯ সালের ওই রিপোর্টে বলা হয়েছে, মোট অপরাধের মধ্যে দেশে বধূ নির্যাতনের ঘটনা ঘটেছে ৩০.৯ শতাংশ। মহিলা অপহরণের ঘটনা ঘটেছে ১৭.৯ শতাংশ। ভারতে প্রতি ১৬ মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটে। প্রতি ৬ মিনিটে একজন মহিলার সঙ্গে অশালীন বা অশ্লীল আচরণ করা হয়। প্রতিদিনের হিসেবে এই সংখ্যাটা দাঁড়াচ্ছে ৯০ থেকে ৯১-তে। প্রতি ২ ঘণ্টায় কোনও না কোনও মহিলাকে ধর্ষণের চেষ্টা করা হয়। প্রতি ৪ ঘণ্টায় ভারতে একজন মেয়ে পাচার হয়ে যায়। প্রতি ৩০ ঘণ্টায় গণধর্ষণ করে খুন করা হয় ৬ জনকে। ৭৩ মিনিটে পণের দাবিতে নির্যাতিতা হন একজন মহিলা ৭। প্রতি ৪ মিনিটে গার্হস্থ্য হিংসার শিকার হন ১ জন।

এরপরই প্রশ্ন উঠছে মোদির দেশে কতটা সুরক্ষিত মেয়েরা? এমনকী ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ নিয়েও প্রশ্ন তুলছেন দেশবাসী। আজকের ভারতেও  শ্বশুরবাড়ির রোষের মুখে এখনও পড়তে হয় মেয়েদের। এনসিআরবির ওই রিপোর্টই বলছে, কড়া আইন থাকা সত্বেও ভারতে এখনও পারিবারিক হিংসার শিকার হন অনেকেই। প্রতি চার মিনিট অন্তর দেশের একজন বধূ তাঁর স্বামী বা শ্বশুরবাড়ির লোকেদের হাতে অত্যাচারিত হন। প্রতি ঘণ্টায় অন্তত একজন বধূর পণপ্রথা সংক্রান্ত অত্যাচারের জন্য মৃত্যু হয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর কার্যত মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের।

আরও পড়ুন:স্বামীজির অপমান! খুলে নেওয়া হোক যোগীর গেরুয়া পোশাক, অভিজিৎ ঘোষের কলম

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...