এবার মোদির বিরুদ্ধে ময়দানে নামলেন চন্দ্রশেখর আজাদ। হাথরসকাণ্ডে প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি চাইতে আর কিছুক্ষণ পরেই ইন্ডিয়া গেটের সামনে জমায়েতের ডাক দিলেন ভীম আর্মির সুপ্রিমো চন্দ্রশেখর আজাদ।
তাঁর কটাক্ষ , প্রধানমন্ত্রীর নীরবতা দেশের মেয়েদের পক্ষে বিপজ্জনক। চন্দ্রশেখর মোদির উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘যে উত্তর প্রদেশ থেকে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন মোদি, সেখানকার হাথরসের একটি মেয়ের প্রতি এই নৃশংসতা দেখা গেল। তাঁকে ধর্ষণ করে খুন করা হল, তাঁর হাড়গোড় ভেঙে দেওয়া হল। এবং তাঁর দেহ আবর্জনার মতো পুড়িয়ে দেওয়া হল। যখন উত্তর প্রদেশে মানবাধিকার ভঙ্গ হল তখন কেন প্রধানমন্ত্রী কোনও কথা বললেন না। তার জিজ্ঞাসা, মেয়েটি বা তার পরিবারের আর্তনাদ প্রধানমন্ত্রী শুনতে পাননি? আপনি কতদিন নীরব থাকবেন? আপনাকে উত্তর দিতেই হবে। আপনার নীরবতা আমাদের মেয়েদের পক্ষে বিপজ্জনক’।
এরপরই এদিন বিকেল মোদির কাছ থেকে জবাবদিহি চাইতে ইন্ডিয়া গেটের সামনে ভীম আর্মির সদস্যদের জমায়েতের ডাক দিয়েছেন আজাদ।
