Saturday, August 23, 2025

ওয়েইসি যোগে বিহারে তৃতীয় ফ্রন্ট, বাড়ছে বিজেপির ‘বি টিম’ সন্দেহ

Date:

Share post:

জাতীয় রাজনীতির আঙিনায় গোটা দেশের নজর এখন বিহার নির্বাচনের দিকে। নির্বাচন কমিশনের তরফে বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষন প্রকাশ করার পর কোমর বেধে মাঠে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। নীতিশের দল জেডিইউ, বিজেপি ও এলজিপির পাশাপাশি সম্মুখ সমরে লালুপ্রসাদ যাদবের আরজেডির নেতৃত্বাধীন কংগ্রেস ও বেশকিছু বাম দল। এই সবকিছুর মাঝেই এবার বিহার রাজনীতিতে উদয় হল তৃতীয় ফ্রন্টের। মূলত বিহারের দলিত ও মুসলিম ভোটের কথা মাথায় রেখে এই তৃতীয় ফ্রন্ট গড়ে ফেললেন বিএসপি প্রধান মায়াবতী ও এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। নয়া এই ফ্রন্টের নাম দেওয়া হয়েছে গ্র্যান্ড ডেমক্র্যাটিক সেকুলার ফ্রন্ট। বিএসপি, এআইএমআইএম-এর পাশাপাশি এই জোটে অংশ নিচ্ছে সমাজবাদী জনতা দল, এসবিএসপি সহ বেশ কয়েকটি ছোট দল। এই দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে আরএলএসপি সুপ্রিমো তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহাকে। সদ্য তৈরি হওয়া এই তৃতীয় ফ্রন্ট বিহার রাজনীতিতে উস্কে দিচ্ছে নানান জল্পনা।

বিহার রাজনীতিকে মাথায় রেখে দীর্ঘদিন ধরেই বিহারকে পাখির চোখ করেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। হায়দরাবাদের এই নেতার আনাগোনা যত বেড়েছে ততই মুসলিম সংগঠনের মধ্যে প্রভাব বেড়েছে এআইএমআইএম-এর। সাম্প্রতিক উপনির্বাচনে একটি আসনও দখলে নিয়েছে তারা। নজর এখন বিহার শাসনের রাশ নিজেরর হাতে নেওয়া। সেই লক্ষ্যেই জাতিগত সমিকরনের কথা মাথায় রেখেই যে এই জোট তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ইউপিএ ও এনডিএ-র বিরুদ্ধে গড়ে ওঠা এই জোট যে আদতে বিজেপিকে সুবিধা করে দিতেই তৈরি হয়েছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশেষজ্ঞদের তরফে দাবি করা হচ্ছে, এই তৃতীয় ফ্রন্ট বেশ বিপাকে ফেলতে চলেছে আরজেডির নেতৃত্বাধীন মহাজোটকে। কারণ বিহার রাজনীতিতে আরজেডির ভোটের খাতায় সর্বদাই বড় জায়গা নিয়ে থাকে মুসলিম ও দলিত ভোট। নয়া এই জোট সেখান থেকে বড় সংখ্যক ভোট নিজেদের অধিকারে নিয়ে নিতে পারে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক মহলের দাবি এই জোটের জেরে সবচেয়ে বেশি সুবিধা নেবে বিজেপি। কারণ দলিত ও মুসলিম ভোট যদি ভাগ হয়ে যায় সেক্ষেত্রে পুরোদমে তার সুবিধা পাবে বিজেপি।

আরও পড়ুন: দিলীপ-মুকুল-কৈলাশ-লকেটদের বিরুদ্ধে আইন ভাঙায় মামলা পুলিশের

তবে বিজেপি সুবিধা পেলেও চাপ বাড়বে নীতিশ কুমারের। কারণ নীতিশ কুমারের জেডিইউর ও বড় সংখ্যক ভোট এই দলিত ও মুসলিম। ফলে আসন্ন নির্বাচনে এই তৃতীয় ফ্রন্টের জেরে বিজেপি ছাড়া সব দলগুলির মধ্যে ব্যাপকভাবে ভোট কাটাকাটি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই ঘটনায় এই তৃতীয় ফ্রন্টকে যথেষ্ট সন্দেহের চোখে দেখতে শুরু করেছে বিরোধীরা। যদিও কংগ্রেসের তরফে বহু আগেই আসাদউদ্দিন ওয়েইসির দলকে বিজেপির ‘বি টিম’ হিসাবে সন্দেহের নজরে দেখে কংগ্রেস। একাধিকবার এই ইস্যুতে প্রকাশ্য সমাবেশে এআইএমআইএমকে তোপও দেগেছে কংগ্রেস। স্বাভাবিক ভাবেই বিহার রাজনীতিতে তৃতীয় ফ্রন্টের এহেন সক্রিয়তা অতীতের ‘বি টিম’ জল্পনাকে আরও বেশি করে উস্কে দিচ্ছে।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...