Thursday, August 21, 2025

পক্ষপাতদুষ্ট ‘সারেগামাপা’য় পূর্বনির্ধারিত গোল্ডেন গিটার, বিস্ফোরক যুগল

Date:

Share post:

একেবারে নতুন রূপে গত ২৬ সেপ্টেম্বর থেকে জি বাংলায় শুরু হয়েছে বাংলার জনপ্রিয় সঙ্গীত রিয়ালিটি শো সারেগামাপা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই এবার গুরুতর অভিযোগ তুললেন এক যুবক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের দাবি সারেগামাপা পুরোপুরি পক্ষপাত দুষ্ট একটি রিয়্যালিটি শো। তাদের অভিযোগ এই শোতে কারা থাকবেন এবং কারা থাকবেন না তা পূর্বপরিকল্পিত। অনুষ্ঠানের প্রতিযোগীর জন্য বিচারকদের সর্বোচ্চ প্রশংসনীয় মুহূর্ত গোল্ডেন গিটারের ক্ষেত্রেও পক্ষপাতের অভিযোগ তোলেন তারা।

সারেগামাপার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা ওই যুগলের নাম শ্রীধারা গুপ্ত মল্লিক এবং অভীক মল্লিক। জানা গিয়েছে বিখ্যাত সঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের শিষ্য-শিষ্যা এই যুগল। সোশ্যাল মিডিয়ায় তারা দাবি করেন দিদি নম্বর-১ অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত গাওয়ার পর সারেগামাপা কর্তৃপক্ষের তরফে অতিথি শিল্পী হিসেবে গান গাওয়ার অনুরোধ জানানো হয় তাদের। তারপর সারেগামাপা কর্তৃপক্ষের তরফে দ্বৈতকণ্ঠে বারবার গান গাওয়ার অনুরোধ জানানো হয়। সবশেষে প্রতিযোগী হিসেবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা। শো শুরুর বেশ কিছুদিন আগে থেকে গ্রুমিং এবং প্রোডাকশন থেকে তাঁদের একটি স্বরলিপি মেনে রবীন্দ্র সঙ্গীত প্রশিক্ষণ করানো হয়। কিন্তু অনুষ্ঠানের কিছু দিন আগে তাদের না জানিয়ে কর্তৃপক্ষ থেকে গান পাল্টে দেওয়া হয়। এবং মঞ্চে গাইতে দেওয়া হয় ‘ভেঙে মোর ঘরের চাবি’ রবীন্দ্র সংগীত। যে গান আবার বিচারকদের পছন্দ হয়নি বলে অনুষ্ঠান থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাদের।

এই প্রেক্ষিতে সম্প্রতি ওই রিয়্যালিটি শোয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় তারা দাবি করেন, যে গান শুনে বিচারকদের তরফে তাদের বাদ দেওয়া হয়েছে সেই গান লকডাউনে সোশ্যাল মিডিয়ায় খালি গলায় ৯১ হাজার দর্শক ভিউজ এবং প্রচুর মানুষের প্রশংসা পেয়েছেন তারা। ‘সারেগামাপা’তে অনুষ্ঠান সম্প্রচারের পরের দিনও প্রচুর মানুষ তাদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন বলেও জানিয়েছেন ওই যুগল। পাশাপাশি সারেগামাপা অনুষ্ঠানের বিরুদ্ধেও রীতিমতো ক্ষোভ প্রকাশ করে ওই যুগল দাবি করেন, এই রিয়ালিটি শো পুরোপুরি পক্ষপাত দুষ্ট। কারা থাকবেন এবং কারা থাকবেন না তা আগে থেকে ঠিক করা থাকে। একইভাবে বিচারকমণ্ডলীর তরফে পক্ষপাতদুষ্ট ভাবে প্রতিযোগীদের দেওয়া হয় গোল্ডেন গিটার। সোশ্যাল মিডিয়ায় জি-বাংলা কর্তৃপক্ষ ও বিচারকদের কাছে তারা অনুরোধ করেন, রবীন্দ্র সংগীত গাওয়ার নাম করে এভাবে প্রহসন না করার জন্য। পাশাপাশি তাদের অনুরোধ সংগীত শিল্পীদের ডেকে এইভাবে অপমান করবেন না।

আরও পড়ুন- কোহলির ‘বিরাট’ ব্যাটিংয়ে বেলাইন ‘চেন্নাই এক্সপ্রেস’

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...