কোহলির ‘বিরাট’ ব্যাটিংয়ে বেলাইন ‘চেন্নাই এক্সপ্রেস’

রয়্যাল চেলেঞ্জার বেঙ্গালুরু ১৬৯/৪

চেন্নাই সুপার কিংস ১৩২/৮

৩৭ রানে জয়ী রয়্যাল চেলেঞ্জার বেঙ্গালুরু

লীগ তালিকায় এদিনের দুই প্রতিপক্ষই নীচের দিকে। তবুও শনিবারের ধোনি-কোহলি দৈরথে বেঙ্গালুরুর জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। অন্যদিকে চেন্নাই সুপার কিংসও জয়ের জন্য মরিয়া ছিল। কিন্তু এবারের আইপিলে অপেক্ষাকৃত দুর্বল দল চেন্নাইয়ের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জয়ের নায়ক ক্যাপ্টেন কোহলি৷ প্রথমে বিরাট কোহলির দুরন্ত ব্যাটিং এবং পরে ক্রিস মরিস ও ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত বোলিংয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সহজ জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স৷

আরও পড়ুন- ভারতীয় মুসলিমরা সবথেকে সুখে আছেন, দাবি RSS প্রধান মোহন ভাগবতের

১৭০ রানের লক্ষ্যে চেন্নাইয়ের ইনিংস শেষ হয়ে যায় ১৩২ রানে। ক্রিস মরিস(৩ উইকেট) ও ওয়াশিংটন সুন্দরের(২ উইকেট) বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে সুপার কিংসের সব ব্যাটসম্যান। আম্বাতি রাইডু (৪২) এবং জগদীসনের(৩২) ইনিংস ধোপে টেকেনি।

আরও পড়ুন- ভারতীয় মুসলিমরা সবথেকে সুখে আছেন, দাবি RSS প্রধান মোহন ভাগবতের

Previous articleভারতীয় মুসলিমরা সবথেকে সুখে আছেন, দাবি RSS প্রধান মোহন ভাগবতের
Next articleপক্ষপাতদুষ্ট ‘সারেগামাপা’য় পূর্বনির্ধারিত গোল্ডেন গিটার, বিস্ফোরক যুগল