Tuesday, November 4, 2025

প্রশান্ত মহাসাগরে প্রাকৃতিক বিপর্যয়, উপকূলে ভেসে আসছে মরা মাছ-অক্টোপাস

Date:

Share post:

বিগত কয়েকদিন ধরেই সৈকতে ভেসে আসছে মরা সীল, অক্টোপাস এবং সমুদ্রের মাছ। আচমকা এমন ঘটনা দেখে অবাক স্থানীয় মানুষজন। তাঁরা আগে এধরনের ঘটনা দেখেননি। রাশিয়ার সামুদ্রিক ইতিহাসে এই ঘটনাকে এখনও পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে গণ্য করা হচ্ছে। কিন্তু কেন এত পরিমাণে সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে, তার কোনও হদিশ এখনও পাওয়া যায়নি।

রাশিয়াতে প্রশান্ত মহাসাগরের কামচাটকা উপদ্বীপে ঘটেছে এই ঘটনা। গত কয়েকদিন ধরেই সমুদ্র তীরবর্তী উপকূলে ধেয়ে আসছে রাশি রাশি মরা সীল, অক্টোপাস সহ অন্যান্য সামুদ্রিক প্রাণী ও এবং সমুদ্রের মাছ। আশঙ্কা করা হচ্ছে, ইতিমধ্যেই আভাচা উপসাগরের ৯৫ শতাংশ প্রাণীর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে রাশিয়ার সামুদ্রিক ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দাবি করেছেন সমুদ্র বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : চিনা ভাইরাসকে নির্মূল করেই ছাড়ব, ফের হুঙ্কার ট্রাম্পের

দ্য মস্কো টাইমসের একটি রিপোর্টে বলা হয়েছে, এই ঘটনার জন্য জল দূষণকে দায়ী করেছেন বিজ্ঞানীদের একটা বড় অংশ। কিছু বিজ্ঞানীরা সমুদ্রের অভ্যন্তরে আগ্নেয়গিরির বিস্ফোরণের সম্ভাবনাকেও উড়িয়ে দেননি।

মানুষের জীবনযাত্রার ওপরেও অনেকাংশে প্রভাব ফেলেছে এই সামুদ্রিক বিপর্যয়। মৎস্যজীবীরা জানাচ্ছেন, জলে রয়েছে কীটনাশকের গন্ধ। শুধু তাই নয়, বেশ কিছু সময়ে দেখা গেছে, এখানে যাঁরা সার্ফিং করতে আসেন, তাঁরা জলে নামার কিছুক্ষণের মধ্যে চুড়ান্ত অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যে ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছে।

spot_img

Related articles

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...