Monday, November 10, 2025

মুম্বইয়ের মুখার্জি পরিবারে এবছর হবে না দুর্গা পুজো, কেন?

Date:

Share post:

প্রতিবছর, বেশ ধুমধাম করেই দুর্গাপুজো হয় মুম্বাইয়ের মুখার্জী পরিবারে। সারা বছর কাজের চাপে দেখা না হলেও, দুর্গাপুজো উপলক্ষে একত্রিত হন রানি মুখার্জী, কাজল, তনুশ্রীরা। নিজে হাতে ভোগ পরিবেশন করেন কাজল ও স্বামী অজয় দেবগন।

কিন্তু এবছর সেই ছন্দে একটু ভাটা পড়েছে। মুখার্জী বাড়িতে পুজো হচ্ছে ঠিকই। তবে এইবছর বাড়ির পুজোয় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেবগন পরিবার। কেন? প্রথম কারণ অবশ্যই করোনা ভাইরাস। আর দ্বিতীয় কারণ, পরিবারের এক সদস্যের মৃত্যু।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাতে মৃত্যু হয় অজয় দেবগনের তুতো ভাই অনিল দেবগনের। বয়স হয়েছিল ৪৫ বছর। নিজের সোশ্যাল হ্যান্ডেলে খবরটা জানিয়েছিলেন অজয় দেবগন নিজেই। প্রেম প্রকাশ দেবগনের ছেলে ছিলেন অনিল। ১৯৯৬ সালে জিত-এ সহকারি পরিচালক হিসেবে বলিউডে পা রাখেন তিনি। এরপর, অজয় অভিনীত রাজু চাচা, ব্ল্যাকমেল-সহ বলিউডের একাধিক ছবিতে পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ২০১২ সালে, সন অফ সর্দার-এ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেন অনিল দেবগন।

আরও পড়ুন : নিউ নর্মালে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজোর আয়োজন আগরতলা ছাত্রবন্ধু ক্লাবের

ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অজয় ও কাজল। গত ৯ তারিখ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন কাজল। লেখেন, ” এবছর কোনও পুজো নয়। কিন্তু আমি জানি মা ওপর থেকে আমাদের সবাইকে দেখছেন। এই পরিস্থিতিতে সত্যিই ভগবানকে খুব দরকার। ”

প্রসঙ্গত, টলিউডে যেমন মল্লিক বাড়ির দুর্গাপুজো ঐতিহ্যময়, তেমনই বলিউডে মুখার্জি পরিবারের দুর্গাপুজো খুবই বিখ্যাত। কিন্তু, এবছর এই দুই বাড়ির উৎসবেই ভাটা পড়েছে। করোনা আবহে টলিউডের মল্লিক বাড়ির দুর্গাপুজোতেও এবার জনসাধারণের প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা।

আরও পড়ুন : করোনা আবহে মল্লিক বাড়ির পুজোয় সর্বসাধারণের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...