Wednesday, August 20, 2025

রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্তের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি

Date:

Share post:

রাজ্যে ক্রমশই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। রবিবার সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৬১২ জন। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কোভিড-আক্রান্তের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি।

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। রাজ্য সরকারের তরফে দুর্গাপুজোয় সাধারণ মানুষকে সমস্ত কোভিড স্বাস্থ্য বিধি মেনে চলতে বলা হয়েছে। তবে পুজোর সময় সংক্রমিতের সংখ্যা বাড়তে পারে বলতে আশঙ্কা করছে চিকিৎসকেরা।

রবিবার সংক্রমণের হার বাড়লেও এ দিন কমেছে সুস্থতার হার। পাশাপাশি, ভাইরাস সংক্রমণের জেরে এক দিনে মৃত্যুর সংখ্যা কমলেও তা রাজ্য স্বাস্থ্য দফতরকে স্বস্তিতে দেওয়ার মতো নয়। স্বাস্থ্য দফতরের প্রকাশিত রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬১২ জন। চলতি বছরের ১৭ মার্চ পশ্চিমবঙ্গে প্রথম করোনা রোগীর সন্ধান পাওয়া যায়। তার পর থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও গত বৃহস্পতিবারের আগে কখনই তা সাড়ে তিন হাজারের গণ্ডি পেরোয়নি। গত বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৫২৬জন। শুক্রবার সেই সংখ্যাকেও ছাপিয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ৫৭৩-এ। শনিবার তা বেড়ে পৌঁছয় ৩ হাজার ৫৯১-তে। এ দিন দেখা গিয়েছে আগেকার যাবতীয় রেকর্ড ভেঙেছে দৈনিক আক্রান্তের পরিসংখ্যান। সব মিলিয়ে এ রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ২ লক্ষ ৯৪ হাজার ৮০৬-এ।

আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি রাজ্যে বাড়ছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গোটা রাজ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যা মোট ২ লক্ষ ৫৮ হাজার ৯৪৮ জন। ফলে এই মুহূর্তে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩০ হাজার ২৩৬।

আরও পড়ুন-আসন্ন শীতে বহুগুণ বাড়বে করোনা- সংক্রমণ, আশঙ্কা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

spot_img

Related articles

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...