বিহার নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে। আর ঠিক সেইসময়ই মৃত্যু হল বিহার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা বিজেপি নেতা বিনোদ সিংয়ের। আজ, সোমবার সকালে নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সম্প্রতি কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই বিনোদবাবু করোনা আক্রান্ত হলেও ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন। এরপর হঠাৎই তাঁর ইন্টারনাল হ্যামারেজ হওয়ায় মন্ত্রীকে প্রথমে পাটনা ও পরে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিনোদ সিং বিহার সরকারের মন্ত্রিসভার ব্যাকওয়ার্ড ও এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার মন্ত্রী ছিলেন। গত সপ্তাহে বিনোদ সিংহ তার স্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে। প্রথমে পাটনার এক হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন ছিলেন। এরপর দিল্লিতে নিয়ে যাওয়া হয় মন্ত্রী ও তাঁর স্ত্রী-কে। দু’জন্যেই করোনা থেকে ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন।

বিনোদ সিং বিহারের প্রাণপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে নীতিশ কুনার জোট সরকারের মন্ত্রী হয়েছিলেন।


আরও পড়ুন-এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে মাইলফলক ছুঁলেন শোয়েব, শুভেচ্ছা সানিয়ার

