Saturday, January 10, 2026

এটিএম থেকে বেরোচ্ছে না টাকা, অথচ অ্যাকাউন্ট ফাঁকা, চুরির অভিনবত্বে তাজ্জব প্রশাসন

Date:

Share post:

একেবারে অভিনব কায়দায় এবার এটিএম থেকে টাকা চুরিতে হাত পাকিয়ে ফেলল চোরের দল। হুগলিতে রক্ষীবিহীন অবস্থায় পড়ে থাকা একটি এটিএমে দীর্ঘদিন ধরেই চলছিল চুরি। সম্প্রতি সে তথ্য প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল চন্দননগর কমিশনারেটের পুলিশ। সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়ল তাতে এটিএম থেকে টাকা চুরির এহেন অভিনবত্বে রীতিমত তাজ্জব জেলা প্রশাসন। সিসিটিভি সূত্র ধরেই শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই রক্ষী বিহীন অবস্থায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম পড়েছিল উত্তরপাড়া কলেজ মোড়ে জিটি রোডের উপর। এটিএমটিকে নিয়ে অভিযোগ ছিল ভুরি ভুরি। টাকা তুলতে গিয়ে বেশিরভাগ সময়ই টাকা না পাওয়ার অভিযোগ উঠত এখানে। অথচ অ্যাকাউন্ট থেকে কাটা পড়ত টাকা। গত কয়েকদিনে এ রকমই একাধিক অভিযোগ প্রকাশ্যে আসার পর পুলিশকে গোটা বিষয়টি জানায় ব্যাংক কর্তৃপক্ষ। এবং মঙ্গলবার ওই এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এরপরই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। ফুটেজে দেখা যায় একজন এটিএম কাউন্টারে ঢুকে মেশিনের নীচের অংশ খুলছে। কার্ড ঢুকিয়ে মেশিন অপারেশনের পর যে ট্রেতে টাকা এসে পড়ে সেই ট্রের উপরে একটা প্লেট রেখে দিয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে অন্য একজন এটিএমএ ঢুকে সেই প্লেট সরিয়ে টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গে আসছেন অমিত, প্রস্তুতি নিতে সায়ন্তন যাচ্ছেন শিলিগুড়ি

এ প্রসঙ্গে চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবির জানান, গ্রাহক টাকা তুলতে গেলে এটিএম মেশিন থেকে টাকা না বেরিয়ে ওই প্লেটের তলায় তা পড়ে থাকত। ফলে গ্রাহক বুঝতেই পারতেন না টাকা আদৌ বের হলো কিনা। পরে সময় বুঝে প্লেট সরিয়ে টাকা নিয়ে চলে যেত দুষ্কৃতীরা। পুলিশের অনুমান বড়সড় কোনও একটি দল গোটা ঘটনার সঙ্গে যুক্ত। সিসিটিভি সূত্র ধরে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...