Thursday, August 21, 2025

দিল্লি গিয়েও দেখা মিলল না নাড্ডার, বিপ্লবের প্রশংসা করেই ফিরলেন সুদীপ

Date:

Share post:

দিল্লি গিয়েও উদ্দেশ্য সফল হল না ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দেখা তো করলেনই না, উল্টে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দিলেন। সেই কথা মেনে বাধ্য ছেলের মতো আবার বিমানে চেপেছেন সুদীপ-সহ বিক্ষুব্ধ বলে পরিচিত ত্রিপুরার ৪ বিজেপি নেতা-মন্ত্রী। ত্রিপুরা থেকে দিল্লি যাওয়া আটজনের মধ্যে চারজন বিধায়ক- রামপ্রসাদ পাল, আশিস সাহা, সুশান্ত চৌধুরী ও পরিমল দেবশর্মার সঙ্গে মঙ্গলবার দেখা করেন নাড্ডা। কিন্তু, এই বিধায়ক দলের নেতৃত্বে থাকা ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন-সহ বাকি চারজনের সঙ্গে দেখাই করেননি। তবে সর্বভারতীয় বিজেপি সভাপতির সঙ্গে আলোচনার বিষয় কেউই প্রকাশ্যে কিছু জানাননি।

নাড্ডার সঙ্গে দেখা করতে না পেরে দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের ভূয়সী প্রশংসা করেছেন সুদীপ রায় বর্মন। এমনকী নিজেকে বিপ্লব দেবের বিরোধী গোষ্ঠী বলে মানতেও নারাজ তিনি। সুদীপ বলেন, তাঁদের দিল্লি সফর নিয়ে সংবাদমাধ্যমের এক অংশ অপপ্রচার চালাচ্ছে। কিন্তু, তিনি কোনও ভাবেই মুখ্যমন্ত্রীর বিরোধী নন। বা তাঁর বিরুদ্ধে কিছু সর্বভারতীয় নেতৃত্বের কাছে যাননি। নাড্ডার নতুন টিম হওয়ার পরে তাঁর সঙ্গে দেখা করতে এবং রাজ্যের সাংগঠনিক বিষয়ে কথা বলতেই দিল্লি গিয়েছিলেন বলে দাবি ত্রিপুরার বিজেপি মন্ত্রিসভা থেকে বাদ পড়া সুদীপ রায় বর্মনের।

ক্ষমতায় আসার এক বছরের মধ্যে বিপ্লব দেবের মন্ত্রিসভা থেকে সুদীপ রায় বর্মনকে বাদ দেওয়া হয়। এরপর থেকে ত্রিপুরা সরকারের কাজের সমালোচনা করেন তিনি। পরিচিত হন বিপ্লব দেবের বিরোধী গোষ্ঠী বলে। কিন্তু দিল্লি গিয়ে হঠাৎ করে তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রশংসা করায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন-জিডিপিতে বাংলাদেশেরও নীচে থাকবে ভারত! পূর্বাভাস দিল আইএমএফ

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...