বেলেঘাটা বিস্ফোরণকাণ্ড: ক্লাবকর্তাদের তলব করল NIA

বেলেঘাটায় বিস্ফোরণকাণ্ডে নয়া মোড়। জোরকদমে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা NIA. প্রাথমিক তদন্তের পর ক্লাবের সভাপতি, সম্পাদক ও কেয়ারটেকারকে তলব করেছেন NIA গোয়েন্দারা। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করছে তদন্তকারীরা। দিল্লির NIA আধিকারিকদের সঙ্গে প্রতিটি মুহূর্তে যোগাযোগ রাখছেন এখানকার গোয়েন্দারা।

আরও পড়ুন- জোট নিয়ে বিভ্রান্তি দূর করলেন অধীর চৌধুরি, ফোনে কথা বিমান বসুর সঙ্গে

এদিকে ফরেন্সিক রিপোর্ট-এর জন্য অপেক্ষা করছেন গোয়েন্দারা। ফরেন্সিক রিপোর্ট এলেই অনেকটা স্পষ্ট হবে, কী ধরণের বিস্ফোরক মজুত ছিল ক্লাবের মধ্যে। সেক্ষেত্রে কোনও যোগসূত্র পেলেও পাওয়া যেতে পারে বলেই মনে করছেন গোয়েন্দারা।

এদিকে, কলকাতা পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বোমা বাইরে থেকে ছোঁড়া হয়নি। ক্লাবের মধ্যেই আগে থেকে
মজুত করা ছিল বিস্ফোরক। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে স্প্লিন্টার ও জালকাঠি বাজেয়াপ্ত করেছে পুলিশ। আপাতত সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে NIA.

উল্লেখ্য, গত মঙ্গলবার সাতসকালে আচমকা বিকট শব্দে ঘুম ভাঙে বেলেঘাটা গান্ধী ভবন এলাকার মানুষদের। ওই এলাকার একটি ক্লাবঘরে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ক্লাবঘরের ছাদ পর্যন্ত উড়ে যায়।

Previous articleক্রমশ বাড়ছে উত্তেজনা, সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ শি জিনপিংয়ের
Next articleশত্রুঘ্ন সিনহা, শরদ যাদবের ছেলেমেয়েরা বিহারে মহাজোটের প্রার্থী