Monday, January 12, 2026

দুর্গাপুজো উদযাপনে মানতে হবে সরকারি নির্দেশিকা

Date:

Share post:

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপুজো উপলক্ষে মিছিল ও শোভাযাত্রা না করার বিষয়ে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মহম্মদ শফিকুল ইসলাম। পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ ও রোধে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশিকা মেনে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে বলেছে প্রশাসন। ডিএমপির পক্ষ থেকে এই সংক্রান্ত পাঁচটি নির্দেশিকা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএমপি সদর দফতরে দুর্গাপুজো উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় একথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘‘করোনার কারণে বিভিন্ন অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করা হচ্ছে। অনুষ্ঠানস্থলে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেবেন না।’’ স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে দর্শনার্থীদের পুজো মণ্ডপে প্রবেশের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘‘গুরুত্বপূর্ণ মণ্ডপে কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হওয়া পুলিশ সদস্যরা ডিউটিতে থাকবে। ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সম্ভাবনার প্রেক্ষিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার উদ্দেশে এই আয়োজন করা হয়েছে।’’

সমন্বয় সভায় দুর্গাপুজো উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে-

# দুর্গাপুজোর প্রতিমা তৈরির সময়, পুজো চলাকালীন ও বিসর্জনের সময় মোবাইল পেট্রলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হবে।

# ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকাভিত্তিক পুজো মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।

# পুজোমণ্ডপ ও আশপাশে পকেটমার, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের টহল ডিউটি নিয়োজিত থাকবে।

# দুর্গাপুজোর এই সময়টাতে সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করা হবে।

# গুরুত্ব বিবেচনায় পুজো মণ্ডপগুলো ডগ স্কোয়াড ও বোম ডিসোপোজাল ইউনিট দিয়ে সুইপিং করানো হবে।

আরও পড়ুন:বাঙালি যুবকের অদম্য জেদ, অস্ট্রেলিয়ায় চালু বাংলা ভাষার ওয়েবাসাইট

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...