পাটুলির এক বাড়ি থেকে মা-ছেলের দেহ উদ্ধার

প্রতীকী ছবি

পাটুলির কানুংগো পার্কের একটি বাড়ি থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার হল। মৃত দু’জনের নাম মঞ্জুশ্রী মিত্র (৮৮) ও শুভময় মিত্র (৫০)। পুলিশ সূত্রে খবর, মায়ের পচাগলা দেহ উদ্ধার হয় ঘর থেকে। অন্যদিকে, ছেলের ঝুলন্ত দেহ মেলে বাড়ির বাথরুম থেকে। এই জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লেক মার্কেটে শুভময় মিত্রর একটি দোকান ভাড়া নেওয়া ছিল। সম্প্রতি তা হাতছাড়া হয়। তারপর কলকাতা পুরসভায় চুক্তির ভিত্তিতে কর্মরত ছিলেন তিনি। স্থানীয়রা জানিয়েছেন, ধার-দেন সহ বিভিন্ন সমস্যার জেরে শুভময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাটুলি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে ধাক্কা রিপাবলিক টিভির, মামলা শুনলই না কোর্ট