Sunday, December 21, 2025

ধর্ষণের পর সিঁদুর পরিয়ে বিয়ে, মা-ছেলে কারাগারে

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের এক কলেজছাত্রীকে ধর্ষণের পর সিঁদুর পরিয়ে বিয়ের ঘটনায়  অভিযুক্ত যুবক ও তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার দুজন হলেন, পাকুরিতা গ্রামের হরেন জয়ধরের ছেলে শুকদেব জয়ধর ও তার স্ত্রী মা গৌরী জয়ধর। বৃহস্পতিবার দুপুরে আদালতে পেশ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

 

 

 

এদিন দুপুরে নির্যাতনের শিকার কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরআগে, আদালতে ওই ছাত্রীর জবানবন্দি নেওয়া  হয়।
মামলার তদন্তকারী আধিকারিক এস আই শাহজাহান জানান, বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর মা মামলা দায়ের করেন। এরপরই অভিযুক্ত যুবক ও তার মাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, নির্যাতনের শিকার ওই ছাত্রীর বাবা গত ২৬ সেপ্টেম্বর মারা যান। ১২ অক্টোবর ছাত্রীর মা ও ধর্ষণ মামলায় অভিযুক্ত  তার বাবার বাড়িতে বেড়াতে যান। পরে রাত সাড়ে ১১টার দিকে তার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে দরজা খোলা মাত্রই ওঁৎ পেতে থাকা পাশের বাড়ির বখাটে শুকদেব জয়ধর ঘরে ঢুকে তার মেয়ের শ্লীলতাহানি করে। একপর্যায়ে ওই রাতে শুকদেব তার মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করে।পরে ধর্ষিতার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক শুকদেব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তার মেয়ে ধর্ষক শুকদেবকে বিয়ে করতে বললে তার মাথায় সিঁদুর পরিয়ে বিয়ের নাটক করা হয়।
এদিকে মামলায় অভিযুক্ত  শুকদেবের বাবা ও মা সম্প্রতি তাদের ছেলে শুকদেবকে দ্রুত উজিরপুর উপজেলার কালবিলা গ্রামে বিয়ে করান। বিষয়টি জানতে পেরে কলেজছাত্রী বিয়ের দাবিতে ওই বাড়িতে গিয়ে প্রতিবাদ জানালে শুকদেব পালিয়ে যায়।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার জানান, বৃহস্পতিবার দুপুরে ধৃতদের আদালতের নির্দেশে  কারাগারে পাঠানো হয়েছে। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ও জবানবন্দি দেওয়ার  জন্য আদালতে পাঠানো হয়।

spot_img

Related articles

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...

কেন্দ্রের ব্যর্থতায় হাতির মৃত্যু! ঢাকা দিতে ম্যানগ্রোভ-‘অভিযোগ’ কেন্দ্রীয় মন্ত্রীর

প্রথম বাংলায়। এবার অসমে। মর্মান্তিকভাবে মৃত্যু হল হাতির দলের। একসঙ্গে ট্রেনের ধাক্কায় এত হাতির মৃত্যু দেশের ইতিহাসে বিরল।...