Friday, December 19, 2025

পুজোর চারদিনই ভাসবে বাংলা, বিদায়বেলাতেও সক্রিয় মৌসুমী বায়ু

Date:

Share post:

করোনার প্রকোপ তো আগে থেকেই ছিল। এবার গোদের ওপর বিষফোঁড়ার মত এসে পড়ল নিম্নচাপের বৃষ্টিও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠী থেকে অষ্টমী, পুজোর প্রথম তিনদিনই বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যে খবর ইতিমধ্যেই পাওয়া গেছে, ১৯ অক্টোবর নাগাদ মধ্য বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরেই এবার পুজোয় বৃষ্টির সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওপর এখনও জোরাল ভাবে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। যার প্রভাবে আগামী সোমবার, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নিম্নচাপ। যা ২৪ ঘণ্টার মধ্যে আরও বেশি শক্তিশালী হবে। নিম্নচাপটি এরপর অগ্রসর হবে ওড়িশা এবং অন্ধ্র উপকূলের দিকে। তবে এই নিম্নচাপের প্রভাবে এরাজ্যে দক্ষিণ পশ্চিমী ঝঞ্ঝার সাহায্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে। তার জেরেই বজ্রবিদ্যৎ-সহ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : সৌরবিকিরণ, সৌরবায়ু থেকে পৃথিবীকে রক্ষা করত চাঁদ! জানালো নাসা

মূলত ২১ থেকে ২৬ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত রোজই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী থেকে অষ্টমী এই তিনদিন কলকাতা এবং অন্যান্য জেলাতেই বৃষ্টির তীব্রতা ও স্থায়িত্ব বাড়তে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টি হলেও তা খুবই হাল্কা হবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায়, ২১ থেকে ২৬ অক্টোবর অর্থাৎ পুজোর সময়ে বৃষ্টির পরিমাণ, তীব্রতা ও স্থায়িত্ব বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।

আরও পড়ুন : নীরব নবান্ন, পুজোর আগে লোকাল ট্রেন চলার সম্ভাবনা নেই, জানাল রেল

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাংলা থেকে বর্ষা বিদায় নিতে এখনও বেশ কিছুটা দেরি রয়েছে। সম্প্রতি ঘূর্ণিঝড় ‘ গতি ‘ আছড়ে পড়েছে স্থলভাগে। যার জেরে কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের কিছু অংশে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। যদিও বাংলায় এর প্রভাব তেমন পড়েনি। এবার ফের আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দফতর।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...