Saturday, August 23, 2025

জ্বর নেই-সমস্যা মিটেছে ফুসফুসের, ক্রমশ সুস্থ হচ্ছেন সৌমিত্র

Date:

Share post:

বোধহয় একেই বলে ফেলুদার লড়াই! মারণ ভাইরাস ও কঠিন ব্যাধির সঙ্গে পাঞ্জা লড়ে ক্রমশ সুস্থ হয়ে উঠছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত কয়েকদিন আগে পর্যন্ত যে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে এখন অনেকটাই ভালো আছেন বর্ষীয়ান অভিনেতা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৌমিত্রবাবুর শরীরে আর জ্বর নেই। তাপমাত্রা এখন স্বাভাবিক। ফুসফুসে যে সমস্যা তৈরি হয়ে সেটাও কমেছে। কেউ ডাকলে তিনি চোখ খুলছেন। কথা বলারও চেষ্টা করছেন। সবাইকে চিনতেও পারছেন অভিনেতা। কমে গিয়েছে অস্থিরতা। কেটে গিয়েছে অসংলগ্ন ভাব। যদিও এখনও কিছুটা আচ্ছন্ন ভাব রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে। বাবার সঙ্গে কথা বলেছেন মেয়ে। সব মিলিয়ে চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন ৮৫ বছর বয়সী অভিনেতা।

সপ্তাহদুয়েক আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপর থেকে ক্রমাগত তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। একটা সময়ে তাঁকে ভেন্টিলেশনে দিয়ে হয়েছিল লাইফ সাপোর্টের জন্য। একদিকে করোনার থাবা, অন্যদিকে বার্ধক্যজনিত একাধিক রোগ গ্রাস করেছিল অভিনেতাকে। তাঁকে সেই জায়গা থেকে ফিরিয়ে আনা ছিল চিকিৎসকদের কাছে চ্যালেঞ্জ। সেই কাজে তাঁরা অনেকটাই সফল বলা চলে। ইতিমধ্যেই কোভিড জয় করেছেন সৌমিত্রবাবু। অন্যান্য শারীরিক সমস্যাগুলিও ধীরে ধীরে কাটিয়ে উঠছেন।

হাসপাতাল রাইলস টিউবে প্রতি ২ ঘণ্টায় তাঁকে খাবার দেওয়া হচ্ছে। ৪ লিটার করে অক্সিজেন দেওয়া হচ্ছে বর্ষীয়ান অভিনেতাকে। সিরিঞ্জ পাম্প দিয়ে পটাশিয়ামের ঘাটতি পূরণ করা হচ্ছে। চলছে মিউজিক থেরাপি। যেখানে রবীন্দ্র সঙ্গীত থেকে শুরু করে তাঁর অভিনীত চলচ্চিত্রের গান ও আবৃত্তি শোনানো হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এবং তা কাজে দিচ্ছে বলে দাবি চিকিৎসকদের।

আরও পড়ুন: করোনা আক্রান্ত দিলীপের সঙ্গে কারুর সাক্ষাৎ হয়নি, জানাল হাসপাতাল

spot_img

Related articles

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...

বেলেঘাটায় ছেলের হাতে খুন মা! বন্দি গুণধর পুত্র

গড়িয়ার পরে এবার কলকাতার বেলেঘাটা (Belegata)। শনিবার দুপুরে নিজের বাড়ি থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হল। প্রাথমিক তদন্তের...