Sunday, August 24, 2025

করোনা এখনও সক্রিয়, উৎসবের মরসুমে বেপরোয়া হলে ফের বড় বিপদ, সতর্ক করলেন মোদি

Date:

Share post:

উৎসবে মেতে ওঠার সময়, সামান্য অসতর্কতায় দেশজুড়ে সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় তার জন্য সাবধানে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী৷

উৎসবের আবহে মঙ্গলবার ফের জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছেন, ভ্যাকসিন আসামাত্রই প্রতিটি ভারতবাসীর কাছে যাতে তা পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাজ করছে৷

প্রধানমন্ত্রী বলেছেন, দেশের বিভিন্ন রাজ্যে এখন বিভিন্ন ধরনের উৎসব ৷ সেই উৎসবে সামিল হয়ে আনন্দে গা ভাসানোর সময় মাথায় রাখতে হবে, করোনাভাইরাস এখনও ভারতে সক্রিয়৷ আমাদের সামান্য অসতর্কতা, নিজের, পরিবারের, শিশু এবং প্রবীণদের ভয়ঙ্কর বিপদে ফেলতে পারে৷ তিনি বলেন, দেশের অর্থনীতি ধীরে ঘুরে দাঁড়াচ্ছে৷ দোকান,বাজার খুলছে৷ এই সময় সামান্য অসতর্কতায় ফের বড় বিপদ আসতে পারে৷ করোনায় আমেরিকা ও ব্রাজিলের মৃত্যুহার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে৷ ওদিকে আমেরিকা ও ব্রাজিলে এই সংখ্যা ৬০০-র বেশি৷

প্রধানমন্ত্রীর এদিনের ভাষণের সিংহভাগ জুড়েই ছিলো সাবধাধবাণী৷ সতর্কবার্তা দিতে গিয়ে তিনি ‘রামচরিতমানস’-এর পংক্তিও বলেছেন৷ দেশবাসী যাতে করোনার বিধিনিষেধে শিথিলতা না আনেন, এমন বার্তাই ছিলো ভাষণে৷ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ শৃঙ্খল রুখতে জাতির উদ্দেশে ভাষণে প্রথম বার ২২ মার্চ ‘জনতা কার্ফু’র ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এর পর গত ২৪ মার্চ দেশজুড়ে লকডাউনের ঘোষণা হয়েছিল। পর্যায়ক্রমে লকডাউন বাড়িয়ে মোট ৬৮ দিন লকডাউন হয়েছে। তার পর আবার শুরু হয়েছে আনলক।
এর মাঝে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে একবার থালা বাজাতে বলেছেন, প্রদীপ জ্বালানোর কথা বলেছেন, একবার ‘দো গজ দূরি, মাস্ক জরুরি’ বলেছেন, এদিন ফের মোদি করোনা নিয়ে সাবধান করেছেন দেশবাসীকে।

আরও পড়ুন- ফেল করেও নিটের মেধাতালিকার শীর্ষে পরীক্ষার্থী

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...