পাহাড়ে গুরুংয়ের শিবির বদল নিয়ে তৃণমূলকে এক হাত নিলেন সিপিএম নেতা এবং শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। সরকারের কাছে তাঁর প্রশ্ন, আমরা জানতে চাই সরকারের সঙ্গে গুরুংয়ের ঠিক কোন বোঝাপড়া বা ‘ডিল’ হয়েছে? টাকার ডিল, মামলার ডিল না গোর্খাল্যান্ডের ডিল? গুরুং বলছে, বিজেপি আমাকে গোর্খাল্যান্ড দেয়নি, তাই আমি বিজেপি ছাড়ছি। তারমানে রাজ্য সরকার দেবে! তাহলে সরকার পরিষ্কার করুক তাদের অবস্থান।

রাজ্যকে একহাত নিয়ে সিপিএম তার পুরনো বক্তব্য ফের উপস্থাপন করে। আর সেই সুর ধরে রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী বলেন, আমরা আগেই তো বলেছি, রাজ্যের সব ক’টি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মদত দিয়েছে তৃণমূল কংগ্রেস। গোর্খাল্যান্ড, কামতাপুরী, মাওবাদী সব আন্দোলনকে ২০১১ সালের আগে তৃণমূল মদত দিয়েছে। সেটা যে কতোটা সঠিক ছিল, সেটা আজ প্রমাণিত হচ্ছে। মানুষ দেখছেন। মানুষ ভোটে জবাব দেবেন।


আরও পড়ুন- নীতিশের নির্বাচনী জনসভায় লালুর নামে জয়ধ্বনি! অস্বস্তিতে বিহারের মুখ্যমন্ত্রী
