Sunday, November 9, 2025

বিধি মেনে ভক্তদের জন্য এবার খুলে গেল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ

Date:

Share post:

করোনার জেরে দীর্ঘ লকডাউনের পর ধীরে ধীরে সচল হয়ে উঠেছে দেশ। দেশব্যাপী লকডাউনের সময় থেকেই ভক্তদের জন্য বন্ধ রাখা হয়েছিল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ‌। আনলক পর্বে গত অগাস্ট মাস থেকে মন্দির খোলা থাকলেও সাধারণের অনুমতি ছিল না গর্ভগৃহে প্রবেশের। অতঃপর মহাষষ্ঠীর পুণ্যলগ্নে সেই গর্ভগৃহ এবার জনসাধারণের জন্য খুলে দিল মন্দির কর্তৃপক্ষ। যদিও গর্ভগৃহে প্রবেশের জন্য একাধিক নির্দেশিকা পালন করতে হবে ভক্তদের।

কালীঘাট মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এখন থেকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন সাধারণ ভক্তরা। এক্ষেত্রে অবশ্যই মানতে হবে বেশ কিছু বিধিনিষেধ। জানা গিয়েছে, মন্দিরে প্রবেশের জন্য মুখে মাস্ক থাকাটা ভীষণভাবেই বাধ্যতামূলক। নির্দিষ্ট সময় মেনে কয়েকজন মাত্র প্রবেশ করতে পারবেন মন্দিরের ভিতরে। তারা বেরিয়ে এলে আবার তত জনই প্রবেশের অনুমতি পাবেন। পাশাপাশি ছয় ফুটের দূরত্ব থাকাটা বাধ্যতামূলক। ছাড়াও মন্দিরের অভ্যন্তরে প্রবেশের জন্য ভক্তদের একটি স্যানিটাইজেশন টানেলের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে।

আরও পড়ুন: বিনামূল্যে করোনা ভ্যাকসিন, বিহারের নির্বাচনী ইস্তেহারে চমক বিজেপির

পাশাপাশি কালীঘাট মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে গর্ভ গৃহে ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভক্তদের প্রবেশ করতে দেওয়া হবে। এর পর ফের বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত প্রবেশের অনুমতি থাকবে। মন্দির কর্তৃপক্ষের তরফে আপাতত বিজয়া দশমী পর্যন্ত এই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এরপর ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে কিনা তা পরিস্থিতির ওপর পর্যালোচনা করবে মন্দির কর্তৃপক্ষ। প্রসঙ্গত, দীর্ঘ লকডাউনের পর আনলক পর্বে গত অগাস্ট মাস থেকে মন্দির খুললেও গর্ভ গৃহে প্রবেশের অনুমতি ছিল না সাধারণের জন্য। তখন নাটমন্দির থেকে দেবী দর্শন করতে হতো ভক্তদের। আপাতত কিছুদিনের জন্য হলেও সে বাধা টপকে গর্ভগৃহ পর্যন্ত যাওয়ার অনুমতি পাবেন ভক্তরা।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...